নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নে আবদুর রহিম (২২) নামে এক রিকসা ( ব্যাটারি চালিত ইজিবাইক) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের হোসেন আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ওসি মো. শাহেদ উদ্দিন জানান,আজ মঙ্গলবার সকালে পূর্ব চরমটুয়া ৩নং ওয়ার্ডের বাঞ্জারাম চৌকিদার হাট – সফিগঞ্জ বাজার ্এলাকার জমির ডোবার পা বাধায় অবস্থায় রিকসা চালক রহিমের ভাসমান মৃত দেহ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
কে বা কারা কি কারণে এ হত্যাকাণ্ড করেছে, তা পুলিশ জানাতে পারেনি। তবে ওসি বলেছেন এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানান তিনি।