ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলায় নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উড়িয়ার একটি পুকুর থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মানিক (২৫) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মানিক ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কবিরপুর গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়া জানান,গতকাল রবিবার মানিক অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে বাড়িতে ফেরেননি । পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি । আজ তার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পশ্চিম চর উড়িয়া গ্রামের কলিম উদ্দিন ব্যাপারীর বাড়ির পাশে একটি পুকুরের কিনারে গলায় গামছা প্যাঁচানো এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । এ খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশটি দেখে মানিকের বলে শনাক্ত করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জনান, দুপুরের দিকে থানা-পুলিশের একটি দল গিয়ে অটোরিকশাচালকের লাশ উদ্ধার করে। তার গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি হত্যাকাণ্ড। তবে কে বা কারা এ হত্যার সঙ্গে জড়িত , তা নিশ্চিত নিশ্চিত হওয়া যায়নি। নিহতের অটোরিকশাটি গ্যারেজে রয়েছে । এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ প্রেক্ষিতে আইনগত ব্যাবস্থা নেয়া হবে জানান তিনি।