নোয়াখালী সদরে গণধর্ষণের শিকার গৃহবধূ, এক ধর্ষক গ্রেফতার

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলার একটি পার্কে বেড়াতে গিয়ে কথিত বন্ধু  ও তার বন্ধুরা মিলে  ধর্ষণ করেছে এক গৃহবধুকে (২৫)। এঘটনায় কথিত বন্ধু রাকিবকে (২৫) পুলিশ গ্রেফতার  করে।  নির্যাতনের শিকার  ওই নারী   বাদী হয়ে গণধর্ষনের এই অভিযোগ  এনে  আজ সোমবার দুপুরে সুধারাম মডেল থানায় চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের  করেন। পুলিশ  নির্যাতিতার শারীরিক পরীক্ষার জন্য গতকাল বিকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে  পাঠায়। এর আগে রোববার রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ইব্রাহিম মেম্বারের মৎস খামারে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানাযায়, নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নাওতলা গ্রামের বাসিন্দা ওই গৃহবধুর সঙ্গে লক্ষীপুরের রামগতি উপজেলার চররমিজ গ্রামের মো.রাকিবের পূর্ব পরিচিতি  কারনে দ্জুনের মধ্যে বন্ধুত্ব।  এ সুযোগে রাকিব  ওই  গৃহবধুকে  রবিবার বিকালে  সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের নোফেল ড্রিম ওয়ার্ল্ড পার্কে বেড়াতে নিয়ে যায়। দিনভর ঘুরে মাগরিবের নামাজের পর  রাকিব ওই গৃহবধূকে  নিয়ে পার্ক থেকে বের হয়ে পাশ্ববর্তী  মৎস প্রকল্পে নিয়ে যান। সে খানে রাকিব  তাকে ধর্ষণ করে। এরপর রাকিবের বন্ধু মামুন (২৫), জুয়েল (২৭), সাইফ উদ্দিন (২৮) পর্যায়ক্রমে  জোর পূর্বক ওই নারীকে ধর্ষণ করে । খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থল ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং অভিযান চালিয়ে রাকিবকে  গ্রেফতার করে।

সুধারাম মডেল থানার ওসি  মো.শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান,এই ঘটনায় ওইনারী রাকিব ও তার তিন বন্ধুসহ চার জনকে আসামি করে  মামলা করেছেন। প্রধান  আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে  আজবিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০