নিজস্ব প্রতিনিধি
জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে বুধবার ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী শিশুদের বিনোদনের জন্য শিশুপার্ক নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসন মো. খোরশেদ আলম খান।
এ সময় নারী-পুরুষের কর্মসংস্থানের লক্ষ্যে তাদের স্বাবলম্বী করা ও স্বাস্থ্যসেবার নিশ্চিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমার সভাপতিত্বে এই সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক একেএম জহিরুর ইসলাম, যুব উন্নয়নের পরিচালক মো. ইসহাক ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ভাটিরটেক চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজির আহম্মদ।