নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে হত্যার হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ অভিযোগ এনে তিনি বুধবার রাতে সুধারাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি অভিযোগ করে, গত ১৬ আগষ্ট রাত ১১টা ৫০ মিনিটে তার মোবাইল নাম্বারে (০১৭১১৩৮৬৬০০) অপরিচিত একটি মোবাইল নাম্বার(+৬৫৮৭৬৫৪৩২১)থেকে আমেরিকা থেকে রাসেল পরিচয় দিয়ে বলে আম ঠিক না হলে ঠেঙ্গের নালা ফেলে দিবে এবং এক মাসের মধ্যে আমাকে দুনিয়া থেকে ভেনিস করে ফেলবে বলে নানাবিধ হুমকি দেয়। নোয়াখালী জেলা আওয়ামী লীগের রাজনৈতিক অস্থিরতার কারণে আমাকে এ হুমকি দেয়া হতে পারে বলেও তিনি জিডিতে উল্লেখ করেন ।
সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮