হাতিয়া প্রতিনিধিঃ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী সাবেক এমপি মোহাম্মদ আলীর সঙ্গে তার এমপি স্ত্রী আয়োশা ফেরদাউস স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা নির্বাচনী রিটার্নিং কর্মকর্তাও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে তারা দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোরশেদ লিটন,ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোহাম্মদ আলী ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন। এরআগে তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন। তার স্ত্রী আয়েশা ফেরদাউস ২০১৪ ও ২০১৮ সালে এ আসন থেকে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন ।
নৌকার প্রার্থী মোহাম্মদ আলী ও তার এমপি স্ত্রী স্বতন্ত্র প্রার্থী আয়োশা ফেরদাউসের মনোনয়নপত্র দাখিল
- সুবর্ণ প্রভাত
- নভেম্বর ৩০, ২০২৩
- ১০:১৮ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে : এ্যানি
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
চাটখিলে বইমেলার উদ্বোধন
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
