নৌকার প্রার্থী হলেন বিএনপির ব্যারিস্টার শাহজাহান ওমর

সুবর্ণ প্রভাত অনলাইন ডেস্কঃ:
কারামুক্ত হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর-উত্তম)ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
ব্যারিস্টার শাহজাহান ওমর রাজধানীর কারওয়ান বাজারে তার চেম্বারে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মনোনয়নের বিষয়টি জানিয়েছেন। এ সময় তিনি বিএনপির সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে বুধবার তিনি বাসে আগুনের একটি মামলায় জামিনে করাগার থেকে মুক্তি পান।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানা ইয়াসমিন অনলাইনে মনোনয়নপত্র প্রাপ্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াও নৌকা প্রতীকে শাহজাহান ওমরের মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাহান ওমর বিএনপির মনোনয়নে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। জোট সরকারের আমলে তিনি আইন প্রতিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১