পক্ষপাতিত্বের অভিযোগে চাটখিল উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজাদ খানের সংবাদ সম্মেলন

চাটখিল প্রতিনিধিঃনোয়াখালীর চাটখিল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জেড.এম আজাদ খান নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে থানার ওসিকে প্রত্যাহার এবং একই সঙ্গে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ ও খিলপাড়া আবদুল ওহাব ডিগ্রি কলেজের শিক্ষকগণকে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব না দেওয়ার জন্য রিটার্নিং অফিসারসহ নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানিয়েছেন।
আজ শুক্রবার বিকেলে এ চেয়ারম্যান প্রার্থী পৌর শহরের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে থানার ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্ব ও তার কর্মিদের হয়রানীর অভিযোগ করেন এবং দুইটি কলেজের শিক্ষকদের নির্বাচনী কাজে দায়িত্ব প্রদান না করার দাবী জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী কর্মকান্ড শুরু করার পর থেকে তার কর্মীদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি, এমনকি প্রাণ নাশেরও হুমকি দিয়েচ্ছে প্রতিপক্ষের লোকজন। থানা পুলিশকে এসব অভিযোগ জানালেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি। অন্যদিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সমর্থক চাটখিল মহিলা ডিগ্রি কলেজের ও খিলপাড়া আবদুল ওহাব ডিগ্রি কলেজের শিক্ষকদেরকে ভোট জালিয়াতির জন্য প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এই দুই কলেজের কোন শিক্ষক কে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব না দেওয়ার জন্য নির্বাচন কমিশনে ইতোপূর্বে লিখিত দাবি জানিয়েছেন। কিন্তু এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরো অভিযোগ করে বলেন, যদি থানার ওসিকে প্রত্যাহার না করা হয় এবং দুই কলেজের শিক্ষকদেরকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থেকে সরানো হয়, তবে তিনি বাধ্য হবেন নির্বাচন কমিশনে ২১ মে তারিখের নির্বাচন বন্ধ করার দাবি জানাতে। তিনি সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮