পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। গতকাল রোববার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে নোবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩ এর উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনাসহ সংশ্লিষ্ট প্রতিবেদন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার হাতে তুলে দেন। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও ল্যাব সংকট নিরসনে প্রকল্পটি দ্রুত অনুমোদনের জন্য পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টাকে বিশেষভাবে অনুরোধ জানান।
সাক্ষাত ও মতবিনিময়কালে নোবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিষয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় নোবিপ্রবিতে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা।

এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন।

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১