পরীমনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল

সুবর্ণ প্রভাত অনলাইন ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার চলচ্চিত্র অভিনেত্রী পরীমণিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছে সিআইডি। অভিযোগপত্রে পরীমণি ছাড়াও আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরীকে আসামি করা হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

অভিযোগপত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, মামলায় উল্লেখ করা অভিযোগের সত্যতা পেয়েই সিআইডি অভিযোগপত্র প্রদান করেছে। অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে মাদক রাখার প্রমাণ মিলেছে।

এর আগে গত ২৮ সেপ্টম্বর চিত্রনায়িকা পরীমণিকে তার হ্যারিয়ার গাড়ি, আইফোন, ল্যাপটপসহ জব্দ ১৬টি আলামত ফেরত দেয়ার নির্দেশ দেন আদালত। হ্যারিয়ার গাড়ি ছাড়াও জব্দ করা অন্য ১৫টি আলামতের মধ্যে রয়েছে- দুটি ল্যাপটপ, তিনটি আইফোন, একটি আইপ্যাড, একটি মেমরি কার্ড, একটি পেনড্রাইভ, একটি টেলিটক মডেম, একটি মাই স্টাইক, একটি স্ট্যান্ডার্ড ব্যাংকের ভিসাকার্ড, একটি ব্র্যাক ব্যাংকের গোল্ডকার্ড, একটি ব্র্যাক ব্যাংকের ভিসাকার্ড ও দুটি পাসপোর্ট।

গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমণির জামিন মঞ্জুর করলে পরদিন (১ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালানোর পর পরীমণিকে বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই রাতেই ৮টা ১০ মিনিটে র‌্যাবের একটি সাদা মাইক্রোবাসে করে পরীমণিকে র‌্যাব সদর দফতরে নেয়া হয় এবং সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে পরীমণি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১