ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় ফসলি জমিতে একটি অবিস্ফোরিত মর্টারশেল পাওয়া গেছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার দক্ষিণ ছয়ঘরিয়া এলাকায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষের সময় এটি উঠে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভারত সীমান্তবর্তী ২১৯৮/১০ নং পিলার সংলগ্ন স্থানে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন এক কৃষক। এসময় হঠাৎ পাওয়ার টিলারের ফালের সঙ্গে সেলটি ধাক্কা খেয়ে মাটির ওপরে উঠে আসে। খবর পেয়ে বিজিবির চম্পক নগর বিওপির সদস্যরা ওই এলাকাটি ঘিরে রেখে জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন।