খোরশেদ আলম, সেনবাগ : নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামে একটি মাছের খামারের বাঁধের উপর লাগানো অর্ধশতাধিক ফলন্ত পেঁপে গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। অমানবিক এ ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে। আজ রবিবার সকালে খামার মালিকরা পেঁপে গাছের সাথে এমন অমানবিক নিষ্ঠুরতা দেখে হতাশ হয়ে অঝোর ধারায় কান্নায় ভেঙ্গে পড়েন।
পরে কাটা পেঁপে গাছগুলো নিয়ে খামার মালিকরা আজ বিকালে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদারের কার্যালয়ে এর প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের উপর সুপারিশ করে সেনবাগ থানার ওসির কাছে পাঠান।
করোনা মহামারীতে বেকার যুবক মো. আলমগীর হোসেন খোকন বিকালে সেনবাগ প্রেসক্লাবে এসে জানান, তিনি ও তার বন্ধু আনোয়ার হোসেন যৌথভাবে কেশারপাড় এলাকায় ১৬০ শতাংশ জমিতে প্রায় ৬ লাখ টাকা খরচ করে এ বছরই একটি মৎস্য খামার গড়ে তোলেন। খামারের পাড়ে পরিকল্পিতভাবে উন্নত জাতের বেশ কিছু পেঁপে গাছ লাগান। নিয়মিত পরিচর্যার কারণে ইতিমধ্যে গাছে পেঁপে ধরা শুরু হয়েছে। এরই মধ্যে শনিবার দিবাগত গভীর রাতে কে বা কারা তাদের খামরের পেঁপে গাছগুলো কেটে ফেলে। আজ সকালে তারা পেঁপে গাছের এ অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়েন তারা। পরবর্তীতে বিকালে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। এ ঘটনায় তারা আর্থিকভাবে বিপুল ক্ষতির সম্মুখিন হয়েছেন বলেও জানান তিনি।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার গতকাল বিকালে জানান, কাটা পেঁপে গাছগুলো নিয়ে খামার মালিক মো. আলমগীর হোসেন খোকন ও আনোয়ার হোসেন শভা এসেছেন। গাছগুলো দেখে তিনি ভীষণভাবে কষ্ট পান। কোনো মানুষ এমন অমানবিক ঘটনা ঘটাতে পারেন- ভাবতে তার কষ্ট হয় বলে মন্তব্য করেন তিনি। দুর্বৃত্তদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি তাৎক্ষণিক আবেদনে সুপারিশ করে সেনবাগ থানায় ওসির নিকট পাঠিয়ে দেন।
এ ব্যাপারে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশ করা আবেদনটি পেয়েছেন স্বীকার করে বলেন, এ অমানবিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |