নিজস্ব প্রতিনিধি
দৈনিক প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহাবুবুর রহমানকে অপরিচিত এক মোবাইল নাম্বার থেকে ফোন করে সপরিবারে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যাক্তি। ওই ব্যক্তি সাংবাদিক মাহাবুবকে অকথ্য ভাষায় গালমন্দও করেন। আজ বুধবার দুপুর দুইটার দিকে ০১৭৫৮-২৭১৯০৪ নাম্বার থেকে সাংবাদিক মাহাবুবকে ফোন করে হুমকি দেয়া হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে জেলায় কর্মরত সাংবাদিকরা।
মাহাবুব জানান, তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ্য থাকায় তিনি তার মাইজদীস্থ বাসায় অবস্থান করছিলেন তিনি। দুপুর ২টার দিকে অপরিচিত ওই নাম্বার থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল আসে। তিনি রিসিভ করার সঙ্গে সঙ্গে কিছু বুঝে উঠার আগেই ওই প্রান্ত থেকে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে তাকে সপরিবারে হত্যার হুমকি দেন ওই ব্যক্তি এবং তাকে জেলা জজ কোর্টের সামনে আসতে বলে। তিনি তার পরিচয় জিজ্ঞাসা করলে পরিচয় না দিয়েই কল কেটে দেন।
পুরো কথপোকথনটি সাংবাদিক মাহাবুব তার ফোনে রেকর্ড করেন। প্রায় ১ মিনিট ৪৮ সেকেন্ডের এ কল রেকর্ডে সারাক্ষণই মাহাবুবকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয়েছে। মাহবুব তাৎক্ষনিক বিষয়টি জেলার পুলিশ মো. শহীদুল ইসলামকে কল রেকর্ডসহ অবহিত করেন।
এ ঘটনায় আজ সন্ধ্যায় মাহাবুব রহমান তার ও পরিবারের নিরাপত্তা চেয়ে সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. এমদাদুল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং জড়িত ব্যাক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।