প্রধানমন্ত্রীর কাছে প্রতিবন্ধী মেধাবী মামুনের আকুতি

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের নরসিংহ পুর গ্রামের  মৃত  তোফাজ্জল  হোসেনের বড় ছেলে মামুন মিয়া (২১)  একজন শারীরিক প্রতিবন্ধী ও  মেধাবী।  এক দিকে শারীরিক সমস্যার কারনে ভারী কাজে  অক্ষম,অন্যদিকে আর্থিক দৈন্যতার কারনে অসহায় অবস্থায় তার জীবন-যাপন। প্রতিবন্ধী মামুন মিয়া কান্না জড়িত কন্ঠে তার  শারীরিক ও আর্থিক অবস্থা  সম্পর্কে বলেন, আমি শারিরিক প্রতিবন্ধী , পরিবার অভাব অনটনে থাকলেও  আমাকে কোন কিছু পিছপা করতে পারেনি। আমি হারতে শিখিনি, দারিদ্রতার মধ্যে  থেকেও মহান আল্লাহর অশেষ রহমতে আমি হামাগুড়ি দিয়ে অনেক কষ্টে ইন্টারমিডিয়েট পাস করেছি ।  কম্পিউটারের কাজও শিখেছি। কিন্তু চাকরি পাচ্ছিনা। এ অসহায়ত্ব  আমাকে ও পরিববার পরিজনকে অনেক কষ্টে রেখেছে । মানুষের মুখে  মুখে শুনেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শেক হাসিনার দয়ার কথা । তাঁর কাছ  থেকে কেউ খালি হাতে ফিরে না, তিনি গরীব অসহায় মানুষের বন্ধু।  দেশমাতা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন  আমাকে একটা চাকরির  ব্যবস্থা করে দিন।   আমাকে এ সাহায্য করলে  পরিবারের সবাইকে নিয়ে  ভালভাবে বাঁচতে পাররো।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১