প্রশাসনের অনুমতি না নিয়ে চরজব্বার ইউনিয়ন পরিষদের গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃপ্রশাসনের অনুমতি না নিয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আবু কাউসারের নেতৃত্বে¡ আজ রোববার বন্ধের দিনে ইউনিয়ন পরিষদের সৃজিত ৩০/৩৫টি সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুরে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাম্মদ আল আমিন সরকার ও বনবিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে সদস্যরা ঘটনাস্থলে গেলে গাছ কাটার সাথে জড়িতরা কাটা গাছগুলো ফেলে পালিয়ে যায়। এই সময় প্রশাসনিক কর্মকর্তারা শ্রমিকদের থেকে গাছ গুলো উদ্ধার করে পরিষদ চত্তরে রাখার ব্যবস্থা করেন।
সুবর্নচর উপজেলা বনবিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাছ কাটার সাথে জড়িত পালিয়ে গেছে। বনবিভাগের কোন অনুমতি না নিয়ে পরিষদের সড়ক থেকে ৩০/৩৫টি মেহগনি ও ঝাউ গাছ সহ বিভিন্ন জাতের গাছ কেটে ফেলেছে। বন্ধের দিনে পরিষদের লোকজনই এই গাছ কেটেছে। যার বাজার মূল্য আনুমানিক ৫/৬ লাখ টাকা। তাদের বিরুদ্ধে ইউপি সচিব বাদী হয়ে মামলা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ দিয়েছেন। গাছ গুলো জব্দ করে পরিষদে রাখা হয়েছে।
চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু কাউসার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এই ঘটনার সাথে জড়িত নহে। খবর পেয়ে আমি গাছ কাটা বন্ধ রাখার জন্য বলেছি। ইউনিয়ন বিএনপি সভাপতি শরাফত আলী বাচ্চু সত্যতা স্বীকার করে বলেন, প্যানেল চেয়ারম্যান ও তার লোকজন গাছ কেটেছে এবং তার নেতৃত্বে কাটা হয়েছে বলে তিনি জানান। তারা এর উপযুক্ত বিচার দাবি করছেন। গাছ ব্যাপারী জসিম সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যানের সহকারী আরিফ আমার কাছে গাছ গুলোকে বিক্রি করেছে এবং প্যানেল চেয়ারম্যান জানেন বলে তিনি জানান।
নোয়াখালী উপকূলীয় বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ ইউসুফ জানান, আমি বিষয়টি দেখছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার সত্যতা স্বীকার করে বলেন গাছকাটার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১