প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ নোয়াখালীর শিক্ষাঙ্গন

সুবর্ণ প্রভাত ডেস্কঃ নোয়াখালীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ ছিল শিক্ষার্থীদের পদভারে মুখরিত। ছিল উৎসবের আমেজ।  করোনা ভাইরাস মহামারির কারণে একাধারে  প্রায় ১৮ মাস বন্ধের পর আজ রবিবার খুলেছেসব স্কুল ও কলেজ।  স্কুল ও কলেজগুলোতে  উৎসবের আমেজে শিক্ষক ও কর্মচারীরা শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন। শিক্ষার্থীরা  নিজ শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থবিধি  মেনে প্রবেশ করছে । প্রাণোচ্ছল রূপ ফিরে পেয়েছে শিক্ষাঙ্গনে। অনেক শিক্ষার্থী রয়েছে যারা নতুন ভর্তি হয়েছে, তাদের জন্য আজই স্কুল-কলেজের প্রথম দিন। তবে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও  কিছু  অভিভাবক  বলেছেন  তাদের শিশুদের নিয়ে আছেন দুচিন্তা, করোনার ভর করেছে তাদের মনে  আতঙ্ক। 

সে আতঙ্কে পিছনে ফেলে আজ অনেক স্কুলের ফটক রং বেরংএর বেলুন দিয়ে সাজানো হয়েছে।  করতালি  আর ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে ।  দীর্ঘদিন পর শিক্ষাঙ্গনেরএসে শিক্ষার্থীরা সহপাঠিদের পেয়ে আনন্দে মেতে উঠেছে। শিক্ষার্থীদের  সঙ্গে শিক্ষকদের ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।  মনে হয়েছে  শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নব উদ্যোমে  আবার  পাঠদানের যাত্রা  শুরু করেছে। গত কয়েকদিন ধরে  শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তদারকি  করে আসছেন  জেলা-উপজেলার সংশিষ্ট শিক্ষা কর্মকর্তারা।

আজ নোয়াখালীর  জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান  জেলা শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক লক্ষীনারায়নপুর পৌর মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে  কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে পরিস্কার-পরিচ্ছন্ন ভাবে সর্তকতার সাথে  ক্লাসে আসার জন্য  এবং লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য বলেন।  এ বিষয়ে শিক্ষকদের  সজাগ দৃষ্টি রাখারও নিদের্শ দেন তিনি ।  জেলা প্রশাসকের  সঙ্গে এ সময় ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দিন মো.জাহাঙ্গীর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মো. সাইদুল ইসলাম, সহকারী জেলা  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়–য়া ও   সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রজিবুল হাসান রাজিব।

সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রজিবুল হাসান রাজিব জানিয়েছেন, স্কুলগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা হয়েছে। স্কুলে ক্ষুদে মেডিকেল টিম স্বাস্থ্যবিধি মানতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছে।স্বাস্থ্যবিধি মানাতে তদারকি অব্যাহত থাকবে। সরকারি দিদের্শনা অনুযায়ী  পাঠদান চলবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১