সুবর্ণপ্রভাত অনলাইন ডেস্ক
নিজেদের ভুল ক্রুটি ভুলে গিয়ে দলের নেতাকর্মীদের সংগঠিত হয়ে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বিত্রনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,যুবক, ছাত্র, তরুণরা ছাড়া পরিবর্তন আসে না,আর এরাই এই দেশে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসবে। আমরা এই সরকারকে পরিবর্তন করতে সক্ষম হব।
আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কটূক্তি ও মিথ্যাচার না করে মানুষের কল্যাণে আওয়ামী লীগকে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করুন ,যারা নিরপেক্ষ থাকবে ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করবে। আপনারা মানুষকে রক্ষা করুন ,না হলে এই মানুষই আপনাদেরকে ঘাড় ধরে নামাবে।
তিনি বলেন, করোনার এসে সরকারের সুবিধা হয়েছে । প্রধানমন্ত্রী ২ বছর করোনায় গণভবন থেকে বের হননি। সাধারণ মানুষ তো ঘরে বসে থাকলে চলবে না। সরকার ঘরে বসে থাকছে- আর আমাদের হুঁশিয়ারি দিচ্ছে বাহিরে বের না হওয়ার।
বিএনপির মহাসচিব পুলিশের সমালোচনা করে বলেন, দুর্নীতি করে পুলিশ সদস্যরা নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে। পুলিশ নিজেই এখন চুরি করে।