ফেনীতে অর্ধশত পত্রিকার হকার পেল প্রধানমন্ত্রীর উপহার

ফেনী প্রতিনিধি : জেলায় কর্মরত অর্ধশত পত্রিকার হকারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ফেনী পৌরসভা। গতকাল শুক্রবার বিকেলে ফেনী পৌর প্রাঙ্গণে ফেনী ফটো জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
অন্যান্যদের মাঝে এতে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জুলহাস তালুকদার, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ নিলয়সহ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, পূর্বের ন্যায় চলমান লকডাউনে সরকারের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ চলমান রয়েছে। আগামীতেও ফেনী পৌরসভার পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১