ফেনীতে করোনা গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

ফেনী প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় ফেনী জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জন পুরুষ এবং দুইজন নারী। তাদের বয়স ৪০ থেকে ৭০ বছরের মধ্যে। এ নিয়ে জেলায় ১০৬ জনের মারা যান।
অন্যদিকে এ সময়ের ব্যবধানে ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে নতুন করে আরও ৫৭ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে।
আজ বুধবার দুপুরে এসব তথ্য জানায় ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান শাখা। নমুনা পরীক্ষা অনুপাতে গড় শনাক্তের হার ২৫.২২ শতাংশ। পজিটিভ শনাক্তকৃতদের মধ্যে আরটিপিসিআর ল্যাবে ৩ জন এবং রাপিড এন্টিজেন টেস্টে ৫৪ জন শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা যায়, নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ১০ জন, দাগনভূঞায় ৩৪ জন, সোনাগাজীতে ৮ জন, ছাগলনাইয়ায় ৪ জন ও পরশুরামে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, আজ পর্যন্ত জেলায় মোট কোভিড-১৯ শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩ জন। গত ২৪ ঘন্টায় মোট ৭০ রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৫ হাজার ৯৫৩ জন।
একই সূত্র জানায়, এ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ফেনীতে ৩৪ হাজার ৩৩২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ফেনীতে টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৭৬ হাজার ৩৫২ জন।
অন্যদিকে করোনা আক্রান্তদের মধ্যে ফেনীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন রোগী। আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৯ জন।

শেয়ার করুনঃ

285 thoughts on “ফেনীতে করোনা গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু”

  1. Although HIV is a lifelong illness that progresses in stages over years, the virus is highly active in the first days and weeks following infection and often causes early symptoms.
    offers received from reputable pharmacies before you actually zithromax pediatric dosage delivered right to your door with no hassles. Order Online!
    Results of all tests are reviewed by a coagulation consultant and an interpretive report is provided.

  2. If an imaging test shows enlarged lymph nodes or other possible signs of cancer spread, some type of biopsy might be needed to confirm the findings.
    Read your prescription label carefully when you where to buy ivermectin pills for an extended period?The lowest prices to
    One day my nipples look different and look like little white spots but they are still fairly pinkish, they are very tend now and have been for the last week but my 28 day is tomorrow.

  3. Because cancer cells may invade normal tissue around a tumor, the radiation may be aimed at the tumor and nearby brain tissue, or at the entire brain.
    More people are using the internet to look for a tretinoin online pharmacy if it’s priced too low?
    Rush your kitty or pup to a vet—his aloofness could mean he’s suffering from a potentially life-threatening illness, such as a urinary obstruction, kidney disease, pancreatitis, or cancer.

  4. However, the amount of insulin produced is insufficient, there is a delayed response in secreting it, or the tissues of the dog’s body are relatively resistant to it also referred to as insulin resistance.
    you need an effective treatment option, you should definitely can you mix tadalafil and sildenafil if you order through this site
    Post operation I have had no pain or discomfort, although the colours on my willy should be photographed and displayed in the Tate Modern.

  5. However, many disease conditions can result in elevation of blood pressure, and such cases are referred to as secondary hypertension.
    Good pharmacies offer discounts when you cvs tadalafil coupon offered by a specialist low-cost pharmacy site
    The pump delivers small amounts of fast-acting insulin–usually lispro Humalog or aspart Novolog — continuously around-the-clock and a “bolus” of insulin is infused by pressing a button before a meal.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১