ফেনী প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে চলমান কঠোর লকডাউন চলাকালীন সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলার ছাগলনাইয়া উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ছাগলনাইয়া উপজেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের আয়োজনে গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরের কাছে ত্রাণ চেয়ে লিখিত আবেদন করলে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেন।
ছাগলনাইয়া উপজেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি কফিল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সমীর কর।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সহ-সভাপতি আবদুর রহিম মালদার ও কমরেড আবু তাহের, ছাগলনাইয়া উপজেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সহ-সভাপতি আবদুস সালাম সরকার প্রমুখ।
ফেনীর ছাগলনাইয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ১০, ২০২১
- ৩:২৮ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে : এ্যানি
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
চাটখিলে বইমেলার উদ্বোধন
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
