ফেসবুকে ওবায়দুল কাদেরকে কটূক্তি, থানায় অভিযোগ দায়ের, গ্রেফতারের দাবী নেতাদের 

নিজস্ব  প্রতিনিধি

নোয়াখালী জেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরকে  অপমানজনক কটূক্তি  করে ফেসবুক লাইভে  এসে জাহাঙ্গীর শেখ, জহির মেম্বার, মেহেদী হাসান মিঠু, ফারুক হোসেন ও শহিদ  নামের  ৫ জনের বিরুদ্ধে  নোয়াখালীর সুধারাম  মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে অভিযোগটি দায়ের করেন সদর উপজেলার  চরমটুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও দক্ষিণ মনারখিল গ্রামে সোলেমান সরর্দারের ছেলে মো. জয়নাল আবেদীন।

বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুক লাইভে  কটূক্তি করার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত  করে  আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জনান তিনি।

অভিযোগ থেকে জানাযায়, গত ৩০ সেপ্টেম্বর  জেলা আওয়ামী লীগের  আহ্বায়ক কমিটি প্রকাশের দিন বিকাল ৩টার দিকে সদর উপজেলার পশ্চিম কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে  নোয়াখালী জেনারেল হাসপাতালের  পরিচ্ছন্ন  ( ক্লিনার) কর্মচারী  জাহাঙ্গীর শেখ উত্তর চাকলা গ্রামের  হোসেনের ছেলে মো. ফারুক হোসেনের ফেসবুক আইডি থেকে জহির মেম্বার, মেহেদী হাসান মিঠু, শহিদের সহযোগিতায় লাইভে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিকে  উদ্দেশ্য  করে অপমানজনক  ও  সম্মানহানীকর  কথা  বলে।

দুই মিনিটি ৫০ সেকেন্ডের  ওই লাইভ ভিডিওটি  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে  জাহাঙ্গীর শেখ জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ও  জেলার সাধারণ সম্পাদক থেকে  একরামুল করিম চৌধুরী এমপিকে বাদ     দেয়ায় তার ক্ষোভ ও কটূক্তি প্রকাশ করতে  দেখা যায়।  এ সময় অন্য কয়েক জনের কথাও শুনা যায়। ওই লাইভ ভিডিওটি  প্রকাশ হলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের  মাঝে  ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনার তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির  আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও সহিদ উল্যাহ খান সোহেল ।  তারা প্রশাসনের প্রতি দাবী জানিয়ে বলেছেন, আমাদের দলের  সাধারণ সম্পাদক ও সরকারের একজন সফল মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের অপমানজনক  কটূক্তিকারী প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর শেখকে  দ্রুত গ্রেফতার এবং ঘটনায়  অন্য জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য,গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের আহবায়ক ও দুই যুগ্ম আহ্বায়ক কমিটি অনুমোদন  দেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০