মো. হাবিবুর রহমান, চাটখলি : নোয়াখালীর চাটখিল উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্থানীয় এমপি এইচএম ইব্রাহীম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন (ভিপি নিজাম), চাটখিল প্রেস ক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, চাটখিল প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতসহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভা শেষে মহিলা অধিদপ্তর কর্তৃক আয়োজিত সেলাই মেশিন প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৭ জনের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলাই মেশিন বিতরণ করেন।
বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে চাটখিলে সেলাই মেশিন বিতরণ
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৯, ২০২১
- ১:০৯ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত