সোনাইমুড়ী প্রতিনিধিঃ দীর্ঘ ৫৫ বছর পর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ঐতিহ্যবাহী বজরা ইসলামগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। বাজার কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম বুলু।
শনিবার (২২ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে ২১টি পদে ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন। এর মধ্যে সভাপতি পদে ১৩১ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ মনিরুজ্জামান বাবুল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মনোহর আলী ৯৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৫ জন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম বুলু ১০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোশারফ হোসেন ও মোহাম্মদ সাইফুল ইসলাম ৫৭ ভোট পেয়েছেন। সিনিয়র সহ সভাপতি পদে আবদুর রব, সহ সভাপতি পদে মোঃ লিটন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে কার্তিক রঞ্জন মজুমদার, সহ সাধারণ সম্পাদক পদে মোঃ ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ পদে হোসাইন আহাম্মদ, সহ কোষাধ্যক্ষ পদে নূর হোসেন ও প্রচার সম্পাদক পদে মোঃ নিজাম উদ্দিন হোছন নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মহি উদ্দিন। নির্বাচন পরিচালনায় ছিলেন ডাঃ এম এ হারুন, মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী, মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ নাসির উদ্দিন, মোঃ আব্দুর রহিম মেম্বার।
বজরা ইসলামগঞ্জ বাজারের নতুন ভবনের তিনটি বুথে ভোট গ্রহণ করা হয়। ব্যালটের মাধ্যমে ৯৭ শতাংশ ভোটারের অংশগ্রহণে ২৯৭ জন ভোটারের মধ্যে ২৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সোনাইমুড়ী থানা পুলিশ ও সেনাবাহিনী আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন।
বজরা ইসলামগঞ্জ বাজার কমিটির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক শহিদ নির্বাচিত
- সুবর্ণ প্রভাত
- ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- ৬:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
