বন্যায় কর্মহীন, অসহায়দের নগদ অর্থ প্রদান যুক্তরাষ্ট্রস্থ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটির

সেনবাগ প্রতিনিধি: ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ, কর্মহীন ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা দিল যুক্তরাষ্ট্রস্থ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটি। সোসাইটির পক্ষ থেকেদু:স্থ ও অসহায় ১৮০ জন নারী-পুরুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামের মরহুম সফি সাহেবের বাড়ির দরজায় মসজিদ মাঠে উক্ত অর্থ সহায়তা প্রদান করা হয়।
যুক্তরাষ্ট্রস্থ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উক্ত অর্থ তুলে দেন সোসাইটির উপদেষ্টা শরিফ উদ্দিন হারুন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আবদুল আজিজ, আবদুল মান্নান পাটোয়ারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বসবাসরত সেনবাগের শরিফ উদ্দিন হারুন, কবির আহম্মেদ,জসিম উদ্দিন, জাহাঙ্গীর হোসাইন, নিজাম উদ্দিন টিপু,মোয়াজ্জেম হাচান কাজল, মাঈন উদ্দিন বাবলু, তাজুল ইসলাম মামুন, হেলাল উদ্দিন, ফজলুল হক,নজরুল ইসলাম মিলন প্রমুখ সহ আরো অনেক ব্যাক্তিদের নিয়ে গঠিত যুক্তরাস্ট্রস্থ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটি বন্যা পরবর্তী সেনবাগের বিভিন্ন গ্রামে অসহায়দের পাশে দাড়িয়ে নগদ অর্থ সহায়তা করে যাচ্ছে যা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে ও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮