বন্যা- সেনবাগে প্রাণিসম্পদ বিভাগের ৪১৪ খামারির প্রায় আট কোটি টাকার ক্ষয়ক্ষতি

দ্রুত পূর্নবাসনের দাবি
খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃ সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর সেনবাগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের। এর মধ্যে শুধু প্রাণী সম্পদ বিভাগের ৪১৪টি ডেইরি ও পোল্ট্রি খামারির ক্ষয়ক্ষতি হয়েছে পৌনে ৮ কোটি টাকার সম্পদের। এর মধ্যে ১৮১ টি ডেইরি ও ২৩৩ টি পোল্ট্রি খামার।
ইতিমধ্যে পোল্ট্রি ও মৎস্য খামারের মালিকদের সংগঠন গুলো পৃথকভাবে সেনবাগ পৌর শহরে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করে এবং ক্ষতিগ্রস্ত এ সব খামারিদের দ্রুত পুনর্সবানের দাবিতে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে। তারা -স্মরণকালের ভয়াবহ বন্যায় পুঁজিহারিয়ে দিশেহারা এ সব খামারি মালিককে সরকারিভাবে দ্রুত পুনর্বাসনের দাবি জানান।
বন্যায় ক্ষয়ক্ষতি বিবরণ দিয়ে সেনবাগ উপজেলা প্রাণীর সম্পদ কর্মকর্তা ডাক্তার তারেক মাহমুদ বলেন, সেনবাগ উপজেলার মোট ক্ষতিগ্রস্ত খামারি ৪১৪ জন। এর মধ্যে ১৮১ জন ডেইরি খামারি ও পোল্ট্রি ২৩৩ জন খামারি। মোট আর্থিক ক্ষতির পরিমাণ ৭ কোটি ৮৫ লাখ টাকা প্রায়। এই ক্ষতি হাস মুরগী ও গরু মৃত্যু, এদের আবাসস্থলের ক্ষতি, খাদ্য নষ্ট, খড় ও কাঁচা ঘাস নষ্ট, উৎপাদন কমে যাওয়ার কারণ অন্যতম।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮