বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীর কোন স্থান নাই-ব্যারিষ্টার খোকন

বিশেষ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিষ্টার এ.এম.মাহাবুব উদ্দিন খোকন বলেছেন, বাংলাদেশ ধর্মীয় মৌলবাদীর কোন স্থান নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সে যেই হোক না কেনো। বর্তমানে একশ্রেণির ধর্মীয় মৌলবাদীরা বিভিন্ন কর্মকান্ড করে দেশকে অস্থিতিশীল করে রেখেছে। এটা হতে দেয়া যায় না। সবাই তার নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং মিলেমিশে সৌহাদ্য পূর্ন ভাবে বসবাস করবে। তিনি বলেন, বিএনপিতে নতুন লোকজনের দরকার নাই। সাধারণ লোকজনের ব্যাপক সমর্থন রয়েছে বিএনপির উপর। আজ শুক্রবার সকালে নোয়াখালীর চাটখিলের পশ্চিম বদলকোর্ট ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং গণসংযোগকালে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পশ্চিম বদলকোর্ট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা জিএম ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব এহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান সাজু, মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জহির উদ্দিন বাবর, সিনিয়র সহ-সভাপতি সুলতান বাবর, ঢাকাস্থ চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির নেতা তারিক আজিজ শিপন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াকুব উন নবী বাবু প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১