নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ২৪’র সিইও নঈম নিজাম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে দায়েরকৃত ৫শ’ কোটি টাকার মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে নোয়াখালীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিএমএসএফের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪’র নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ ও বিএমএসএফ জেলা শাখার নেতা এআর আজাদ সোহেলের উদ্যোগে আজ বুধবার দুপুর ১২টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সোহাগ আরেফিন, নোয়াখালী জেলাজজ কোর্টের আইনজীবী এডভোকেট নুর হোসেন মাসুদ ও দৈনিক দিশারীর সম্পাদক আকাশ মো. জসিম।
এছাড়াও জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিক ও বিএমএসএফের সদস্যসহ শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
বক্তারা অবিলম্বে সম্পাদক নঈম নিজামসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ২৫, ২০২১
- ৮:০১ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত