নোয়াখালী থেকে প্রকাশিত “দৈনিক সুবর্ণ প্রভাত”-এর অনলাইন সংস্করণ প্রকাশের শুভক্ষণে আমি সুবর্ণ প্রভাত পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শেখ হাসিনা সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাসী। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গণমাধ্যমের অকৃত্রিম বন্ধু। আর তাই সাম্প্রতিক বছরগুলোতে দেশে ব্যাপকহারে গণমাধ্যমের সম্প্রসারণ ঘটেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞানমনষ্ক প্রজন্ম তৈরির পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং উত্তরণেও গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
বস্তনিষ্ঠ এবং সঠিক তথ্য প্রাপ্তি জনগণের অধিকার। এ অধিকার সুরক্ষায় “দৈনিক সুবর্ণ প্রভাত” শুরু থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। প্রিন্ট ভার্সনের ধারাবাহিকতায় অনলাইন সংস্করণেও সুবর্ণ প্রভাত পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার পরিচয় দিবে বলে আমার বিশ্বাস।
গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের ভিতকে মজবুত করে। নির্মোহ সাংবাদিকতার পাশাপাশি “দৈনিক সুবর্ণ প্রভাত” অনলাইন সংস্করণ জনগণের উন্নয়ন চাহিদার দিকে সুনজর দিয়ে প্রত্যন্ত অঞ্চলের সমস্যা ও সম্ভাবনার সাথে সরকারি-বেসরকারি উদ্যোগে যে সকল উন্নয়ন কার্যক্রম চলছে তা জনসম্মুখে তুলে ধরবে বলে মনে করি। আমি আশা করছি “সুবর্ণ প্রভাত” সংবাদ-মনষ্কতা এবং পেশাদারিত্ব দিয়ে জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে।
পরিশেষে, আমি আবারও “দৈনিক সুবর্ণ প্রভাত”-এর অনলাইন সংস্করণের সাফল্য কামনা করি এবং এ নবযাত্রা জনমানুষের কল্যাণে নিবেদিত হবে বলে প্রত্যাশা করছি।
জয়বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবি হোক।
(ওবায়দুল কাদের এমপি)
মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ
1 thought on “সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের-এর বাণী”
Anti HER2 therapy in breast ductal carcinoma in situ DCIS priligy generico 2015 Nov 21; 386 10008 2059 2068