বার্সোলোনা থেকে মেসির বিদায়

সুবর্ণ স্পোর্টস কর্ণার ডেস্ক

বার্সেলোনায় লিওনেল মেসির একটা যুগের অবসান হলে। আর্জেন্টিনার ষ্ট্রাইকার মেসির সঙ্গে সর্ম্পক ছিন্ন হলো বার্সেলোনার। বার্সেলোনায় মেসি থাকছেন না, তার সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে না । গতকাল বৃহস্পতিবার ক্লাবটির সঙ্গে মেসির বৈঠকেও কোন সমাধান হয়নি। স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, মেসির সঙ্গে নতুন চুক্তি সম্ভব নয়। এফসি বার্সেলোনা ক্লাব তাদের ওয়েব সাইটে এক বিবৃতিতে জানায় আগামী মৌসুমে মেসি বার্সেলোনায় নেই। বার্সেলোনা ও মেসি একটা সমঝোতায় আসার পরেও দুই পক্ষ চুক্তিতে সই করতে আগ্রহী থাকলেও স্প্যানিশ লীগের নিয়ম অনুযায়ী কিছু আর্থিক বিধি নিষেধ থাকায় তা সম্ভব হয়নি। এর ফলে মেসির পক্ষে আর বার্সেলোনায় থাকা সম্ভব হচ্ছে না। বিবৃতিতে আরো বলা হয় ক্যারিয়ারের শেষ পর্যন্ত এক সঙ্গে থাকার যে ইচ্ছে ছিল তা পুরন না হওযায় দুই পক্ষের আফসোস হচ্ছে। বার্সেলোনা হৃদয়ের অন্তঃস্থল থেকে এ ফুটবলারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে ক্লাবের প্রতি তার অবদান ও সাফল্যের জন্য। তার পরবর্তী ব্যক্তিগত ও পেষাগত জীবনের জন্য শুভ কামনা জানাচ্ছে।

কোপা আমেরিকা কাপ চলাকালীন বার্সেলোনা বলা হয়েছিল মেসি ৫০ভাগ বেতনে চুক্তি করতে রাজি হয়েছে। ফুটবল বিশ্ব জেনে যায় মেসি বার্সেলোনায় থাকছেন। কোপা আমেরিকা কাপ জয় করার পর এক মাস দীর্ঘ ছুটি শেষে দুইদিন আগে লিওনেল মেসি স্পেনে ফিরে ছিলেন। ধারণা ছিল বৃহস্পতিবার তার প্রিয় ক্লাবের সঙ্গে নতুন চুক্তি হবে। কিন্তু আকস্মিকভাবে গতকাল বার্সেলোনা মেসির ক্লাবে না থাকার কথা ঘোষনা করে। ইচ্ছে থাকা সত্বেও প্রিয় ক্লাবে থাকা হলো না ক্লাবটির ইতিহাসের রেকর্ড শিরোপা জয়ী ও রেকর্ড গোলদাতা মেসির। লা লিগার দ্বিতীয় সর্বাধিক শিরোপা জয়ী ক্লাবটির ইতিহাসে সব চেয়ে বেশী খেলার রেকর্ডের মালিক ৩৪ বছর বয়সী মেসির। তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোলের মালিক। গত ৩০ জুন মেসির সঙ্গে ক্লাবের যুক্তি শেষ হয়। ১৩ বছর বয়স থেকে বার্সায় আছেন লিওনেল মেসি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১