বিএনপির রাজনীতি করায় হারুন মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে-মোহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, বিএনপির রাজনীতি করার কারণেই পূর্ব পরিকল্পিতভাবে নৃশংসভাবে হারুনুর রশিদ মোল্লাকে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে তিনি
নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে নিহত হারুন মোল্লার লাশ দেখতে যান। পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করে মোহাম্মদ শাহজাহান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় হারুন মোল্লার বাড়িতে একটি নির্বাচনী সভা হওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তার ওপর ক্ষুব্ধ। সেই দিন সভা থেকে ফেরার পথে বিএনপির নেতা মাহবুব আলমগীর আলোসহ দলীয় কয়েক জন নেতার ওপর হামলার করে আওয়ামী লীগের লোকজন। এ ঘটনার পর থেকে আমি যেন ওই ইউনিয়ন কোন সভা সমাবেশে না যাই তার জন্য সমন জারি করা হয়।

 

ছবিঃ জানাজায় উপস্থিতির একাংশ

তিনি বলেন, ওই ইউনিয়নে গত বছর আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলে একজন মেম্বার খুন হন।এ ঘটনার পর হারুন মোল্লা ও তার পরিবারের কয়েকজনকে আসামি করা হয়। হারুন মোল্লা গ্রেফতার হন, পরে জামিনে এসে তিনি নিজের মত করে এলাকায় চলাফেরা করছেন। এরই মধ্যে গতকাল শুক্রবার হারুন মোল্লাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার ভাতিজাও ছেলেকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।

মোহাম্মদ শাহজাহানের দাবি এটি পরিকল্পিত নৃশংস হত্যাকান্ড। যারা তাকে হত্যা করেছে, তারা হারুনের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এটি একটি রাজনৈতিক হত্যাকান্ড। হারুন মোল্লা বিএনপি না করতেন, তার বাড়িতে যদি নির্বাচনী সভা যদি না হতো তিনি দলের জন্য যদি সাহসী ভূমিকা পালন না করতেন,তাহলে হয়তো তাকে এভাবে জীবন দিতে হতো না।

 

 

 

 

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১