সুবর্ণ প্রভাত অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি শুধুই জনগণের কল্যাণের জন্য, কিন্তু বিএনপি-জামায়াতের রাজনীতি হচ্ছে মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে প্রথমবার যারা ভোট দিতে যাবেন তাদের জীবনের প্রথম ভোটটি যেন ব্যর্থ না হয় সেজন্য তাঁর দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দেওয়ার জন্য তরুণ সমাজের প্রতি এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রদানের জন্য দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আহবান পুনর্ব্যক্ত করেছেন।
বাসস জানায়,বরিশাল বিভাগীয় সদরের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় তিনি বলেন, “আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য, আর ওদের (বিএনপি-জামায়াত) রাজনীতি মানুষ পোড়ানোতে। তাদের কি মানুষ চায়? মানুষ তাদের চায়না।”
বঙ্গবন্ধুর ছোট মেয়ে এবং শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ২০ ডিসেম্বর সিলেট থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার সমাবেশ এবং ২৬ ডিসেম্বর রংপুর জেলার তারাগঞ্জ, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় অন্যান্য নির্বাচনী সমাবেশের মতো এদিনও মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি ধিক্কার জানাই ওই বিএনপি-জামায়াতকে। বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোন রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। কারণ তারা মানুষ পোড়ায়। মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে আর ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে। তাদের কি মানুষ চায়? মানুষ তাদের চায়না। আর তাদের দোসর হচ্ছে ’৭১ এর যুদ্ধাপরাধীরা যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, ধর্ষণ ও অগ্নি সংযোগ করেছে, মানুষের উপর অত্যাচার-নির্যাতন করেছে। যুদ্ধাপরাধের দায়ে যাদের বিচার হয়েছে, শাস্তি হয়েছে, সেই জামায়াত। কাজেই খুনি, মানি লন্ডারিংকারী, দশ ট্রাক অস্ত্র চোরাকারবারি, এতিমের অর্থ আত্মসাৎকারীদের সাথে জুটেছে যুদ্ধাপরাধীদের দল। এরা নির্বাচন চায়না, নির্বাচন বানচাল করতে চায়।
তিনি বলেন, আপনাদের কাছে আহ্বান আপনারা ৭ তারিখে সকাল সকাল সকলে ভোটকেন্দ্রে যাবেন।
তিনি স্মরণ করিয়ে দেন মার্কাটা কি? জনতা চিৎকার করে বলে ওঠে ‘নৌকা’।
নূহু নবীর নৌকা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কৃপায় একদা মহাপ্লাবন থেকে মানবজাতিকে রক্ষা করেছিল বলে তিনি উল্লেখ করেন ।
তিনি বলেন, এই নৌকা মার্কায় ভোট দিয়েই মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়েই আজকে দারিদ্র্য বিমোচন হয়েছে। এই নৌকায় ভোট দিয়ে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এই নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে। প্রধানমন্ত্রী বলেন, তাছাড়া জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দক্ষিণাঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা মাথায় রেখে ‘ডেলটা প্ল্যান-২১০০’ অর্থাৎ ২১০০ সাল পর্যন্ত উন্নয়নের পরিকল্পনা আমরা করে দিয়েছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটা একমাত্র আওয়ামী লীগই করতে পারবে। আর নৌকা মার্কায় ভোট দিলে তারাই পারবে আর কেউ পারবেনা। অগ্নি সন্ত্রাসী বা লুটেরা বা এতিমের অর্থ আত্মসাৎকারীরা কেউ পারবেনা -সে কথাটা আপনাদের মনে রাখতে হবে।
প্রধানমন্ত্রী এসময় বরিশাল বিভাগের নৌকার প্রার্থীদের সঙ্গে জনগণের পরিচয় করিয়ে দেন এবং তাদের প্রত্যেকের জন্য ভোট প্রত্যাশা করেন।
তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এবং এত দীর্ঘ সময় দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই আজকে বাংলাদেশের উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে। যখন ওই জিয়া, এরশাদ, খালেদা জিয়া ক্ষমতায় ছিল বাংলাদেশের উন্নয়ন হয়নি বরং বাংলাদেশ পেছনে চলে গিয়েছিল। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়। কাজেই এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি-সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেটাতেই আমরা বিশ্বাস করি।
তিনি বলেন, নতুন ভোটার যারা সেই নতুন ভোটারদের কাছে আমার আহ্বান, যারা প্রথমবারের মতো ভোট দিতে আসবেন তারা নিশ্চয়ই চাইবেন না আপনার প্রথম ভোটটি ব্যর্থ হোক, কাজেই আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন।
তিনি বলেন, বাবা-মা-ভাই সব হারিয়েছি। সেই ব্যথা বেদনা বুকে নিয়ে দেশের মানুষগুলোকে আমি আমার আপন পরিবার হিসেবে গ্রহণ করেছি। আর এই পরিবারকে কিভাবে রক্ষা করতে হবে, কিভাবে উন্নতি করতে হবে, আমি সেভাবেই বাংলাদেশের মানুষকে দেখি এবং আপনাদের জন্যই আমি কাজ করে যাই, দেশকে উন্নত করতে চাই।
তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সব হারিয়েও আমি বাংলাদেশে এসেছি। সে সোনার বাংলাদেশ আমি গড়তে চাই যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। সেজন্য আমার জীবনে যত বাধাই আসুক। সব বাধা অতিক্রম করে আজকে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ এগিয়ে যাব। আপনাদের দোয়া ও আশীর্বাদ চাই। আপনাদের কাছে নৌকায় ভোট চাই।
প্রধানমন্ত্রী এসময় ভোট দেবেন কিনা, জানতে চাইলে উপস্থিত জনতা দুই হাত তুলে সমস্বরে চিৎকার করে নৌকায় ভোট প্রদানের অঙ্গীকার করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শাজাহান খান ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রখ্যাত অভিনেতা ও অভিনেত্রী মীর সাব্বির ও তারিন জাহান সমাবেশে বক্তৃতা করেন।
সমাবেশ পরিচালনা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
মঞ্চে এসে শেখ হাসিনা ও শেখ রেহানা উভয়েই মঞ্চের প্রান্তে জনতার কাছে গিয়ে জাতীয় পতাকা নেড়ে শুভেচ্ছা জানান। জনগণও তাদের হাতের পতাকা নেড়ে জবাব দেয়।
শুরুতেই শেখ হাসিনা ও শেখ রেহানাকে স্বাগত জানাতে বরিশালের সাংস্কৃতিক কর্মীরা স্থানীয় ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ গড়ে তুলেছি, এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষায় সুশিক্ষিত হবে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে জনশক্তি হয়ে গড়ে উঠবে। এভাবে স্মার্ট জনশক্তি হিসেবে তাদেরকে আমরা গড়ে তুলতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার হবে স্মার্ট, আমাদের অর্থনীতি সেটাও স্মার্ট হবে এবং আমাদের সমাজ ব্যবস্থাও স্মার্ট হয়ে গড়ে উঠবে। তার জন্য আমাদের ছাত্র-ছাত্রীদের বলব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কারণ শিক্ষিত জাতি ছাড়া কোনদিন কোন দেশ উন্নতি করতে পারে না। এ কথাটা সবার মাথায় রাখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আমরা যখন জনগণের উন্নয়ন করছি তখন দেখি বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাস করছে। তারা রেল লাইনের ফিশপ্লেট তুলে ফেলে বগি ফেলে দিয়ে মানুষ হত্যা করার ফাঁদ পাতে। রেলের বগিতে আগুন দিয়ে পুড়িয়েছে মা ও সন্তানকে। মা তাঁর সন্তানকে ছাড়েনি বুকে আগলে ধরে রেখেছে, দুজনে সেভাবেই আগুনে পুড়ে কয়লা হয়েছে। এই দৃশ্য বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। বাসে আগুন, গাড়িতে আগুন, তারা ২০০১ সালে শুরু করেছিল এরপর ২০১৩ ও ১৪ সালে একই ঘটনা ঘটায়, এরপর আবার এখন সেই অগ্নিসন্ত্রাস শুরু করেছে।
২০০৮ সালের নির্বাচনে এই বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে জনগণ প্রত্যাখ্যান করেছিল উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ যেখানে এককভাবে ২৩৩টি আসনে বিজয়ী হয় তখন বিএনপি জোট পেয়েছিল মাত্র ৩০টি আসন। কেননা তাদের ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতি-দু:শাসন, সন্ত্রাস, জঙ্গিবাদ দেশের মানুষের নাভিশ^াস উঠিয়েছিল। সেটা ছিল বাংলাদেশের জন্য একটি অন্ধকার যুগ। দেশের গ্যাস বিদেশিদের কাছে বিক্রির মুচলেকা দিয়ে চক্রান্ত করে ক্ষমতায় এসেছিল খালেদা জিয়া।
আওয়ামী লীগ সভাপতি বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে ‘৯৬ থেকে-২০০১’ সময়টা বাংলাদেশের জন্য স্বর্ণযুগ বলে আখ্যায়িত করে বলেন, আবার ২০০৯ থেকে ২০২৩ গত ১৫ বছরের বাংলাদেশ, আজকে বদলে যাওয়া বাংলাদেশ।
তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় রাস্তা-ঘাট, পুল-ব্রীজ, নানা অবকাঠামো যতদূর পেরিছি আমরা নির্মাণ করে দিয়েছি। দেশের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। যেখানে দেশে ১ কোটি ৮০ লাখ মেট্রিক টন খাদ্য ছিল আজকে সেখানে ৪ কোটি ৯২ লাখ ১৬ হাজার মেট্রিক টন খাদ্য উৎপাদন হয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ১০ কোটি।”
তিনি বলেন, এই বরিশাল এক সময় ছিল শস্য ভান্ডার। বরিশালের সেই সুনাম আবারো আমরা ফিরিয়ে আনতে চাই। তারজন্য এই অঞ্চলে খাদ্য মজুদ রাখার জন্য আমরা সাইলো নির্মাণ করে দিচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সকল বিভাগে মেডিকেল বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে তাঁর সরকার দেশে এ পর্যন্ত ৪টি মেডিকেল বিশ^বিদ্যালয় করেছে, ইনশাআল্লাহ বরিশালেও একটি মেডিকেল বিশ^বিদ্যালয় করে দেওয়া হবে।
বরিশালের উন্নয়নের চিত্র তুলে ধরে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসতে পারলে বিভাগটি নিয়ে তাঁর আগামীর চিন্তা সম্পর্কে দলটির সভাপতি বলেন, এখানে সরকার বিশ^বিদ্যালয় করেছে, মেরিন একাডেমী করে দিয়েছে, তাছাড়া প্রত্যেকটি নদীর ওপর সেতু নির্মাণ করে দিয়েছে। বিশ^ব্যাংকের দুর্নীতির ভুয়া অভিযোগকে চ্যালেঞ্জ করে সরকার প্রমত্তা পদ্মার ওপর সেতু করে দেওয়ায় রাজধানীর সঙ্গে এর দূরত্ব হ্রাস পেয়েছে, এই অঞ্চল সমৃদ্ধ জনপদে পরিণত হয়েছে।
তিনি স্মরণ করেন, ছোটবেলায় এই বরিশালে যখন আসতেন আগের দিন সন্ধ্যায় স্টিমারে চড়লে পরদিন দুপুরে নামিয়ে দিত। তখন এখানে ঘোড়ারগাড়ি চলতো – বলতেন কালীবাড়ি রোড সুধীরবাবুর বৈঠক খানার কাছে যেতে হবে। পরে এখানে গাড়ি চালু হয়। আর আজকের সেই অবহেলিত বরিশাল যে কতটা উন্নত তা সকলেই দেখতে পাচ্ছেন।
তিনি বলেন, এই বিভাগে আমরা নৌবাহিনী ঘাঁটি করেছি, সেনানিবাস তৈরী করেছি, বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি সেখানে সোলার প্যানেলসহ কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছি। ভোলার গ্যাস সিএনজি করে আমরা ঢাকায় নিচ্ছি যা ভবিষ্যতে বরিশালেও আমরা নিয়ে আসবো। শিল্প, কল-কারখানা যাতে গড়ে ওঠে তার ব্যবস্থাও করবো।
মুজিববর্ষে তাঁর অঙ্গীকার- ‘বাংলাদেশে একটি মানুষও আর গৃহহীণ থাকবেনা’, সেকথার উল্লেখ করে তিনি বলেন, আজকে ৮ লাখ ৪১ হাজার ৬২৩টি পরিবারকে বিনামূল্যে ঘর দিয়েছি। এই বরিশাল বিভাগের জেলা-উপজেলা পর্যন্ত যদি কেউ ভূমিহীন-গৃহহীণ থাকে আমরা বিনাপয়সায় তাকে ঘর করে জীবন-জীবিকার ব্যবস্থা করে দেব।
প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পুরো দক্ষিণাঞ্চলে ব্রডব্যান্ড এবং ওয়াইফাই কানেকশন যাতে হয় সে ব্যবস্থা তাঁর সরকার আগামীতে করে দেবে। পাশাপাশি ভাঙ্গা থেকে বরিশাল এবং কুয়াকাটা ও পায়রা বন্দর পর্যন্ত ৬ লেনের রাস্তা করে দেব এবং ইতোমধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে।
জনসভাকে কেন্দ্র করে বরিশাল উৎসবের নগরীতে পরিণত হয়। বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর সমাবেশে যোগদানের কথা থাকলেও সকাল থেকেই লাখ লাখ মানুষের ঢল নামে এবং কয়েক ঘণ্টার মধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাতেও অনেকে আসেন আগে থাকতে। সকাল থেকেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে এবং রঙিন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে, রঙিন টি-শার্ট, মাথায় ক্যাপ, শ্লোগানে চারদিক মুখরিত করে নারী-পুরুষ নির্বিশেষে কর্মী ও সমর্থকদের অনুষ্ঠানস্থলের দিকে অগ্রসর হতে দেখা যায়। ঢোল, নির্বাচনী প্রতীক নৌকার পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা ছিল হাতে হাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনতা আশপাশের এলাকা, রাস্তাঘাট ও ফাঁকা জায়গায় ছড়িয়ে পড়ে, অর্থাৎ নৌকার আদলে তৈরি মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের আগেই শহরটি মানবসমুদ্রে পরিণত হয়।
134 thoughts on “বিএনপি-জামায়াতের রাজনীতি হচ্ছে মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি : প্রধানমন্ত্রী”
best prescription allergy pills do you need a prescription alternatives to allergy medication
where to buy zopiclone pills order modafinil 200mg pill
drugs causing nausea and vomiting septra order
isotretinoin oral purchase accutane without prescription accutane 20mg usa
super strong sleeping pills buy sleeping tablets online uk
amoxil 1000mg us buy amoxil paypal buy amoxil 500mg online cheap
zithromax 250mg canada zithromax ca buy zithromax 250mg online
brand gabapentin 800mg gabapentin 100mg pill
azithromycin 500mg canada generic azithromycin 250mg order azithromycin generic
furosemide order generic lasix 40mg
order prednisolone 20mg buy prednisolone no prescription prednisolone 40mg usa
amoxil 500mg uk order amoxicillin 1000mg without prescription amoxil cost
doxycycline drug buy vibra-tabs sale
albuterol price oral ventolin generic albuterol
buy generic augmentin for sale buy clavulanate generic
vardenafil ca buy levitra 20mg
how to get clomid without a prescription order serophene online cheap order clomid 50mg generic
buy tizanidine 2mg without prescription tizanidine where to buy buy tizanidine 2mg pills
order rybelsus pill rybelsus sale semaglutide 14mg us
semaglutide pills rybelsus online buy rybelsus order
ventolin drug where can i buy albuterol cost ventolin inhalator
where can i buy amoxil amoxicillin 250mg cost amoxil 500mg drug
oral zithromax 250mg buy generic azithromycin online zithromax 500mg cost
order levothyroxine online cheap order levothyroxine online buy levothyroxine tablets
order prednisolone 40mg order omnacortil 5mg online omnacortil 10mg pill
buy clomiphene 100mg pills order clomiphene 50mg sale buy generic clomid
gabapentin pill purchase neurontin pills buy gabapentin online
buy furosemide 40mg pill buy furosemide pill buy lasix 40mg without prescription
sildenafil cost sildenafil next day delivery usa sildenafil 50mg tablet
acticlate order online acticlate oral doxycycline drug
rybelsus 14mg oral order semaglutide sale buy rybelsus 14 mg generic
online slot games money games real money casino online
levitra 10mg sale vardenafil over the counter vardenafil order
pregabalin 75mg sale pregabalin price order lyrica 150mg generic
buy hydroxychloroquine 400mg generic buy plaquenil 400mg for sale generic plaquenil 200mg
buy generic cialis 40mg order tadalafil 20mg cialis cheap
buy cenforce pill cenforce 100mg uk order cenforce 100mg pill
order claritin 10mg sale claritin 10mg sale order claritin online
priligy 30mg oral purchase cytotec without prescription order cytotec for sale
cheap glycomet metformin 1000mg pills glucophage 1000mg pill
order acyclovir 800mg pills buy allopurinol 300mg pill purchase allopurinol online
lisinopril price lisinopril 2.5mg canada buy generic lisinopril 5mg
oral rosuvastatin purchase ezetimibe generic buy ezetimibe 10mg
order prilosec 20mg prilosec where to buy omeprazole us
order domperidone for sale domperidone buy online sumycin 500mg cheap
buy metoprolol 100mg without prescription lopressor canada order metoprolol 50mg
cyclobenzaprine for sale cyclobenzaprine order online buy baclofen online
buy toradol paypal order toradol generic colchicine 0.5mg cost
buy generic depo-medrol oral medrol cost buy medrol pills
inderal cheap order inderal 20mg online cheap purchase plavix online
paper writing websites practice essay writing online online essay writing
methotrexate 2.5mg price buy warfarin medication medex oral
buy meloxicam 7.5mg cheap celecoxib purchase celebrex online
how to buy maxolon purchase reglan online cheap losartan usa
buy cheap generic tamsulosin purchase celebrex pills buy celecoxib 100mg for sale
buy esomeprazole online cheap topamax 100mg pill buy topamax 200mg online
buy ondansetron 4mg online aldactone pill buy aldactone without prescription
purchase imitrex for sale imitrex brand cost levofloxacin 250mg
simvastatin 20mg us valacyclovir 1000mg canada valtrex online
avodart online order buy dutasteride online buy ranitidine 150mg sale
ampicillin brand buy acticlate sale purchase amoxicillin online
order finasteride buy diflucan online order fluconazole 200mg pills
cipro online – augmentin us buy clavulanate tablets
where to buy baycip without a prescription – order cephalexin 500mg generic generic augmentin 1000mg
ciplox without prescription – amoxicillin 250mg uk
cost erythromycin 250mg
buy metronidazole 200mg pill – generic metronidazole azithromycin 250mg without prescription
stromectol tablets for humans – cefixime for sale tetracycline price
order valtrex 500mg generic – vermox online order generic acyclovir 800mg
buy furosemide 40mg generic – capoten 25 mg us captopril 25 mg for sale
where can i buy glycomet – purchase combivir sale lincocin 500mg tablet
oral clozaril 50mg – buy famotidine 20mg without prescription famotidine without prescription
retrovir 300 mg pills – roxithromycin 150 mg pill zyloprim 100mg pills
generic anafranil – tofranil pill order generic doxepin 75mg
buy quetiapine no prescription – zoloft 50mg pills eskalith without prescription
order atarax 10mg generic – lexapro pill buy endep 25mg without prescription
augmentin 625mg cheap – purchase baycip sale purchase baycip generic
buy cheap amoxicillin – buy generic ceftin 500mg cipro 500mg us
order azithromycin 250mg online – purchase metronidazole pill order ciprofloxacin online cheap
cheap clindamycin – cefixime 200mg cheap chloramphenicol without prescription
ivermectin over counter – doryx generic purchase cefaclor generic
albuterol pills – fluticasone drug buy cheap theophylline
medrol 16mg tablet – zyrtec 10mg cheap azelastine 10 ml ca
buy desloratadine 5mg – ventolin price albuterol pill
glycomet for sale online – januvia 100mg pills buy acarbose 50mg pills
order micronase 2.5mg generic – order actos 15mg for sale buy forxiga 10mg for sale
buy generic repaglinide over the counter – empagliflozin 10mg pills generic jardiance 10mg
buy rybelsus 14 mg for sale – how to get DDAVP without a prescription order desmopressin sale
terbinafine online – buy griseofulvin pill buy grifulvin v pills
famciclovir 250mg cheap – generic valaciclovir 500mg order valaciclovir 1000mg pill
buy ketoconazole online – nizoral 200 mg pills sporanox 100mg pill
lanoxin tablet – calan online order order furosemide 40mg generic
purchase microzide – order generic bisoprolol 5mg zebeta 10mg brand
zocor stack – lopid dread lipitor cavern
crestor bond – crestor rule caduet online muffle
dapoxetine soften – sildigra often cialis with dapoxetine frequent
brand cialis heat – forzest century penisole barrel
cenforce order – zenegra online rep brand viagra pills apply
brand cialis sergeant – penisole mad penisole list
cialis soft tabs pills higher – viagra oral jelly online swell viagra oral jelly refuse
dapoxetine clue – fildena reason cialis with dapoxetine timid
cenforce happy – cialis generic brand viagra pills while
asthma medication test – asthma medication route inhalers for asthma dislike
acne treatment war – acne medication stable acne medication although
uti antibiotics principle – uti treatment death uti antibiotics record
claritin study – loratadine star loratadine generation
valtrex online yourself – valtrex online dawn valacyclovir online dangerous
loratadine bottom – loratadine scrooge claritin pills content
promethazine september – promethazine healthy promethazine downstairs
clarithromycin pills stout – albenza pills cur cytotec prince
fludrocortisone flame – lansoprazole pills tube prevacid land
buy bisacodyl 5mg sale – bisacodyl 5mg canada order liv52 online cheap
order griseofulvin pills – lopid 300mg price purchase lopid without prescription
buy forxiga 10mg generic – buy sinequan order precose online cheap
buy dimenhydrinate 50 mg pills – buy dramamine 50 mg generic order risedronate
buy enalapril generic – buy enalapril 10mg for sale zovirax cheap
generic monograph 600 mg – cost pletal 100 mg buy pletal 100mg without prescription
order feldene online – exelon 3mg generic where to buy exelon without a prescription
purchase nootropil generic – levaquin usa sinemet cost
hydroxyurea pills – buy antabuse 250mg sale robaxin 500mg cheap
depakote 250mg for sale – amiodarone 100mg pill order topamax 200mg sale
buy disopyramide phosphate sale – pregabalin 150mg over the counter thorazine 100mg us
aldactone 25mg oral – buy carbamazepine pill buy revia tablets
cytoxan online buy – oral zerit how to buy trimetazidine
flexeril online buy – buy generic flexeril for sale cheap enalapril
ascorbic acid 500mg canada – lopinavir ritonavir order buy compro tablets
buy zofran tablets – zofran 8mg drug brand requip 1mg
buy cheap durex gel – purchase zovirax online where to buy xalatan without a prescription
minoxidil tablet – cheap proscar pills purchase finpecia generic
purchase atenolol for sale – coreg generic order coreg 25mg without prescription
finasteride cost – order cardura pill alfuzosin 10mg brand
hytrin where to buy – flomax 0.4mg oral order dapoxetine 30mg without prescription
buy speman pill – buy generic himplasia online purchase finasteride for sale
cyclosporine order online – cyclosporine oral buy colchicine 0.5mg for sale
calcort tablets – deflazacort where to buy alphagan over the counter