বিএনপি লাশ বানিয়ে হলেও নির্বাচন বানচাল করতে চায়ঃ ওবায়দুল কাদের

সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃবিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোট বিরোধীরা জানে নির্বাচন করে শেখ হাসিনাকে হটানো যাবেনা। সেজন্যে তারা চোরাগোপ্তা পথে সরকার হটাতে চায়। লাশ ফেলে বা লাশ বানিয়ে হলেও তারা নির্বাচন বানচাল করতে চায়। এটাই তাদের শপথ, এটাই তাদের উদ্দেশ্য।
তিনি বলেন, তারা নির্বাচন বিরোধী অপপ্রচার চালাচ্ছে, যাতে ভোট কেন্দ্রে ভোটাররা না আসতে পারে। তাদের জবাব দিতে হবে। আমরা দলে দলে একত্রিত হয়ে তার জবাব দিবো। খেলা ত হবেই। ৭ জানুয়ারি ফাইনাল খেলা হবে।
আজ রবিবার দুপুর ও বিকালে ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ও মুকবুল চৌধুরীরহাটে নির্বাচনী দুইটি সভায় এসব কথা বলেন।


এসময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার প্রমুখ ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জোর করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় না। আমরা জোর করে ইলেকশনে জিততে চাই না। নিরপেক্ষ নির্বাচন করবে ইলেকশন কমিশন। আপনারা দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। সংবিধান বাঁচাতে এই নির্বাচনের দরকার আছে। আমাদের মুক্তিযুদ্ধকে বাচাতে এই নির্বাচন অপরিহার্য। আমাদের স্বাধীনতা রক্ষায় এই নির্বাচনের এই মূহুর্তে বিকল্প নাই।
তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে। বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেবনা। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই।
ওবায়দুল কাদের বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে বাংলাদেশে বিএনপি তা করছে । বিএনপি বাস পোড়াচ্ছে,ট্রেন পোড়াচ্ছে, মানুষকে আগুন দিয়ে হত্যা করছে।ওই হানাদার বাহিনী যে নিকৃষ্ট কাজ করছে তাই বাংলাদেশে করা হচ্ছে তারেক জিয়ার নির্দেশে। তারেক জিয়ার দেশে আসার সাহস নাই। বিএনপির সৎ সাহস নাই, তারা পালিয়ে গেছে।
তিনি বলেন, বিএনপির আন্দোলন এখন লিফলেট বিতরনে।তাদের কোমর ভেঙ্গে গেছে। আর দাঁড়াতে পারবেনা।
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি। মুক্তিযুদ্ধ করেছি ভয় পাইনি। এবারও যত বাধা আসুক ভয় পাবো না।
তিনি বলেন, আমি লক্ষ্য করেছি ভোটের প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থন রয়েছে। আন্তর্জাতিক শক্তি ও আমাদের প্রতিপক্ষ ভোটের পরিবেশ এবং ভোটারের উপস্থিতি নিয়ে প্রশ্ন করছে। নিন্দুকেরা নিন্দা করছে। যত নিন্দা করুক, যত ভয় দেখাক, হুমকি ধুমকি দিক, নিষেধাজ্ঞার কথা বলুক আমরা ভয় পাই না।
দলীয় নেতাকর্মী ও ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা বিশ্বাস করে জনগণের শক্তিকে। ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন তিনি । ভোট কেন্দ্রে আসবেন ,ভোট দিবেন।
তিনি বলেন, এবার একটা বড় দল নির্বাচনে নাই, তাই আপনাদের দায়িত্ব বেড়ে গেছে। সবাইকে বলবো যদি আপনারা আমাদের মার্কা নৌকাকে ভালবাসেন, শেখ হাসিনাকে ভালবাসেন এবং আমাকে ভালবাসেন তাহলে ৭ তারিখ ভোট কেন্দ্রে আসুন।
ওবায়দুল কাদের আজ সন্ধ্যা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়ার সিদ্দিকীয়া বাজার ও কবিরহাট উপজেলার জনতা বাজার, আলগী বাজার, আমিন বাজার চিরিঙ্গা, ল্যাঙ্গার দোকান হয়ে নলুয়া ভূঁঞারহাট, আবদুল্যাহ মিয়ারহাট, কালামুন্সি বাজার, করমবক্স বাজার, ফরাজী বাজার ও ভূঁইয়ারহাট বাজারে গণসংযোগ করেন ও পথসভা বক্তব্য রাখেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১