বিপিএলে সিলেটের অধিনায়ক মাশরাফি

সুবর্ণ প্রভাত স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরেও সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মর্তুজা। এরফলে টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো।
গত মৌসুমে সিলেটকে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি। আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭ উইকেটে হেরে রানার্স আপ হয়েছিলো সিলেট। কিন্তু এবার ফিটনেস ইস্যু এবং দেশের আইন প্রণয়নকারী হিসেবে ব্যস্ততার কারণে মাশরাফির অংশগ্রহণ নিয়ে অনিশ্চিয়তার সৃষ্টি করে।
পাশাপাশি সিলেট স্ট্রাইকার্স দলে নাজমুল হোসেন শান্ত থাকাতেও সিলেটের অধিনায়কত্ব নিয়ে আলোচনা ছিলো। কারন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সম্প্রতি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। এ কারনে সিলেটের অধিনায়ক হবার দৌড়ে ছিলেন শান্তও।
কিন্তু অধিনায়ক হিসেবে বিপিএলে দুর্দান্ত সাফল্যের কারনে শেষ পর্যন্ত মাশরাফির কাঁধে দায়িত্ব তুলে দিয়েছে সিলেট। বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনয়ক মাশরাফি। তিনটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে চারবার শিরোপা জিতেছেন তিনি।
অধিনায়ক হিসেবে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দু’বার (২০১২, ২০১৩ সালে), কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০১৫ সালে) এবং রংপুর রাইডার্সের হয়ে (২০১৭ সালে) একবার করে শিরোপা জিতেছেন মাশরাফি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে তিনবার শিরোপার স্বাদ নিয়েছেন ইমরুল কায়েস।
গত মৌসুমে মাঝারি মানের দল নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তুলেছিলেন মাশরাফি। শিরোপার খুব কাছে গিয়েও শক্তিশালী কুমিল্লার কাছে হারতে হয় সিলেটকে।
সম্প্রতি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিতে আগ্রহী ছিলেন না তিনি। এজন্য এবারের মৌসুমে রংপুরকে নেতৃত্ব দিবেন গত আসরে প্লে-অফে দলের দায়িত্ব পালন করা নুরুল হাসান সোহান। ফরচুন বরিশাল থেকে এবার রংপুরে যোগ দেন সাকিব।
গতকাল রংপুর ও দুর্দান্ত ঢাকার মধ্যকার অনুশীলন ম্যাচ শেষে রংপুরের প্রধান নির্বাহি ইশতিয়াক সাদেক বলেন, ‘আমরা এই মৌসুমে দলের অধিনায়ক হিসেবে সাকিবকে ভেবেছিলাম। কিন্তু সাকিব নিজে আমাদের জানিয়েছেন, দলকে নেতৃত্ব দিতে চান না তিনি। এজন্য আমরা সোহানকে দলের অধিনায়ক ঘোষণা করেছি।’
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার সবচেয়ে সফল অধিনায়ক ইমরুল কায়েসের পরিবর্তে এবার নেতৃত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। যদিও অধিনায়ক হিসেবে দারুন রেকর্ড আছে ইমরুলের। কিন্তু গত মৌসুমে তার ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত ছিলো ফ্র্যাঞ্চাইজি।
স্বল্প বাজেটের দল খুলনা টাইগার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এনামুল হক বিজয়। বিপিএল শিরোপা জয়ের লক্ষ্যে তামিম ইকবালকে অধিনায়ক করেছে ফরচুন বরিশাল।
দুর্দান্ত ঢাকাকে নেতৃৃত্ব দিবেন মোসাদ্দেক হোসেন এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হয়েছেন শুভাগত হোম।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১