বিপ্লব ও সংহতি দিবসে নোয়াখালীতে বিরাট গণসমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির ব্যাপক আয়োজনের আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় স্টেডিয়াম এলাকার বাহিরে প্রধান সড়ক ও তৎসংলগ্ন এলাকায় হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়। এর আগে শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মিরা মিছিল নিয়ে স্টেডিয়াম পাড়ায় জড়ো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মো.শাহজাহান।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি এবং সভা পরিচালনা করেন জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান ।

প্রধান অতিথি মো.শাহজাহান বলেন, দেশের মানুষের জন্য ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ দিন। বর্তমান প্রজন্মকে এ দিনের ইতিহাস থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। তাই ব্যাপকভাবে এই দিনের ইতিহাস ও গুরুত্ব ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে।ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের অর্জিত লড়াইয়ে সুফলের এই অর্জন ব্যর্থ হতে দেওয়া যাবে না।
সমাবেশ শেষে শহিদ ভুলু স্টেডিয়ামের সামনে থেকে মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি মিছিল প্রধান সড়ক হয়ে মফিজ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১