বেগমগঞ্জের  ছয়ানীতে  ক্ষতিগ্রস্ত  পূজামন্ডপ ও  বাড়ি পরিদর্শনে   জেলা আওয়ামী লীগের নেতারা

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানী বাজারের বৃহস্পতিবার সন্ধ্যায়  শ্রী শ্রী সার্বজনীন দূর্গামন্দিরের দূর্গাপুজার মন্ডপ, মন্দির ও বাড়িতে  হামলা ভাঙচুর  এবং  অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের নেতারা। এ সময়  দলীয় নেতারা ক্ষতিগ্রস্ত হিন্দুদেরসর্বাত্বক সহযোগিতার আশ্বাস  দেন ।

গতকাল শুক্রবার  সকাল  সাড়ে ১০টায়   নোয়াখালী  জেলা আওয়ামী লীগের নবগঠিত  আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের  নেতৃত্বে একটি টিম ছয়ানীতে  হামলায়  গঘটনা স্থল  পরিদর্শ করেন।  এ টিমে ছিলেন জেলা আওয়ামী লীগের   সদস্য ও নোয়াখালী  জেলা পরিষদের চেয়ারম্যান ডা, এবিএম জাফর উল্যাহ,  সদস্য এডভোকেট হুমায়ুন কবির হিরু ও এডভোকেট সাইফুল ইসলাম হারুন  এবং  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজেদ ইমনসহ স্থানীয় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এডভোকেট শিহাব উদ্দিন শাহিন মন্দির কমিটির নেতাদের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।

এ সময়  শাহিন বলেন, মন্দিরে হামলা কারা করেছে  তা আমরা জানি, এরা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী, এরা হচ্ছে ত্রিশ লাখ  মানুষকে  হত্যা করেছে। যারা এদেশের দু’লাখ মা-বোনের ইজ্জত নিয়েছেন , এরা তারা যারা পচাঁত্তর সালে বঙ্গবন্ধুর খুনিদেরকে মদদ দিয়েছে, তারা। একাত্তরের পরাজিত শক্রু , ৭৫এর খুনি চক্র এবং যারা এদেশে মৌলবাদের রাজনীতিতে পৃষ্ঠপোষকতা করছে, তাদের অর্থায়নে ও সহযোগিতায় মন্দিরে  নেক্কার জন্ক হামলার ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে এই ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে কোন সাম্প্রধায়িক গোষ্ঠি তাদের হীন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমরা দিবো না। বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বাস করার কারণেই বার বার হিন্দুদের ওপর হামলার  করা হচ্ছে। আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হিন্দুদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।

 

পরে শিহাব উদ্দিন শাহিনসহ জেলা আওয়ামী লীগ নেতরা  কবিরহাট উপজেলার দরাপ নগর কালী মন্দির দুর্গাপুজামন্ডপে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থ ও ভীতসন্ত্রস্ত সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন। তাদের পাশে থাকার আশ্বান দেন।  পরে  শাহিন  পুজাকমিটির হাতে  ৩০ হাজার টাকা তুলে দেন।

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১