বেগমগঞ্জে অটোরিকশা চালক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিনিধিঃপূর্ব বিরোধের জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দিপপুর গ্রামে কিশোর গ্যাংয়ের সদস্যদের গুলিতে ব্যাটারী চালিত অটোরিকশার চালক শহীদুল ইসলাম (২৭) আহত হয়েছেন। শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন তিনি । আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শহীদুল ইসলাম ওই গ্রামের আবুল কালামের ছেলে।আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা। অটোচালকের বড় ভাই মো.মহিন অভিযোগ করে বলেন, কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্যরা তাদের নতুন বাড়িতে বসে ইয়াবা ট্যাবলেট সেবন করত। শহীদুল তাদের বাড়িতে বসে ইয়াবা সেবন করতে বারণ করলে কিশোর গ্যাং সদস্যরা তার ওপর ক্ষুদ্ধ হয়। গতকাল সকালে সে বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজারে যাওয়ার পথে রকি বাহিনীর সদস্য সাদ্দাম (২৮) তার গতিরোধ করে। একপর্যায়ে শহীদকে লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি ছুড়লে হাত, মুখ, বুক ও বাহুসহ শরীরের বিভিন্নস্থানে ছররা গুলিবিদ্ধ হয়।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ সন্ধ্যা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সাথে জড়িতদের ধরার চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১