নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল ওই ইউনিয়নের একাব্বরপুর গ্রামের হাসান আলী মিজি বাড়ির আব্দুর রবের ছেলে। সে স্থানীয় টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে পুলিশ জানায়।
আজ দুপুরে জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম পিপিএম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ২৯ নভেম্বর বেগমগঞ্জের কয়েকটি ইনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনী পুনরায় সক্রিয় হচ্ছে এমন গোয়েন্দা তথ্য অনুযায়ী সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা শুরু করা হয়েছে।
গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তার রিমান্ড চাইবে বলেও জানান পুলিশ সুপার।