বেগমগঞ্জে অস্ত্র-মাদকসহ ১০ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যাবসায়ী,অস্ত্রধারী সন্ত্রাসী ও ১০ মামলার পলাতক আসামী ইউসুফ খানকে(৩৫) গ্রেফতার করেছে। আজ শুক্রবার ভোরে থানার ওসির নেতৃত্বে এস আই সাহেদূল ইসলামের সঙ্গীয় পুলিশের একটি টিম উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মাধবসিংহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. কামরুজ্জামান সিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, আসামী ইউসুফের বাড়ীতে অভিযান পরিচালনা কালে সে টের পেয়ে তার বসত ঘরের টিনের বেড়া ভেঙ্গে পালিয়ে যাওয়ার কালে তাকে গ্রেফতার করা হয়। এ সময় টিনের আঘাতে তার হাতে ও কপালে জখম পেয়ে আহত হয়। তাকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত ইউসুফের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে ২ টি, মাদক আইনে ৬ টিসহ মোট ১০ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮