নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ মাস ৭ দিন বয়সী আবদুর রহমান নামের চুরি হওয়া এক শিশুকে ১০ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব-১১- সিপিপি-৩ নোয়াখালী । গতকাল শনিবার রাতে বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের বেচার দোকান এলাকার একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়নের সামছুন নাহার (৪০) নামের এক নারীকেও আটক করা হয়েছে। উদ্ধারকৃত শিশু আবদুর রহমান একই ইউনিয়নের চৌকিদার বাড়ি এলাকার লিটন মিয়া ও জান্নাতুল ফেরদাউসের ছেলে।
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল দুপুর ১২টার দিকে জান্নাতুল ফেরদৌস নবজাতক আব্দুর রহমান ও তার মা তাজনাহার বেগমের সাথে ডাক্তার দেখাতে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে যান। জান্নাতুল ফেরদৌস তার শিশু সন্তানকে কোলে নিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ায়। ওই সময় কালো বোরকা পরিহিত ৪০ বছর বয়সী এক অপরিচিত মহিলা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। জান্নাতুল ফেরদৌস সরল মনে তার শিশু সন্তানকে অপরিচিত এ মহিলার কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ায়। টিকিট কাটা শেষে তিনি ওই নারীকেসহ তার শিশু সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে অবগত করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, শিশু চুরির বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধারে জন্য র্যাব,পুলিশ ও জেলা ডিবি অভিযান চালায় । একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে মির ওয়ারিশপুর এলাকার একটি বাড়িতে চুরি হওয়া ওই শিশু উদ্ধার করা হয় এবং সামছুন নাহার নামের এক নারকে আটক করা হয়। ওই নারী জানিয়েছেন, তার একমাত্র সন্তান প্রতিবন্ধী। ওই শিশুটিকে লালন-পালনের উদ্দেশ্যে তিনি চুরি করেন।
এঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত নারী ও শিশুটিকে আজ রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া শিশুটি ১০ঘন্টার মধ্যে উদ্ধার
- সুবর্ণ প্রভাত
- মার্চ ৯, ২০২৫
- ১২:২০ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
