বেগমগঞ্জে কলেজ ছাত্রীকে হেনেস্তা ও ছিইনতাইয়ের ঘটনায় দুই তরুন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৫তম ব্যাচের এক ছাত্রীকে(২১) সিএনজি চালিত অটোরিকশায় চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে হেনস্তা ও শ্লীলতাহানি করে ছিনতাইয়ের ঘটনায় গতকাল শুক্রবার দুই তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেরল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, উপজেলার নাজিরপুর এলাকার রাজুর ছেলে রবিন (২০) ও আলাইয়াপুর ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন অন্তর (২৩)।
আজ শুক্রবার বিকালে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গত বুধবার( ১২ মার্চ) নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইফতার মাহফিল শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কলেজের ১৫তম ব্যাচের এক ছাত্রী মাইজদীর বাসায় যাওয়ার উদ্দেশে একটি যাত্রীবাহী সিএনজিতে ওঠেন । কিছু পথ যাওয়ার পর সিএনজির ভিতরে থাকা ৫ জন পুরুষের মধ্যে একজন তার মুখ চেপে ধরে বাকি ৪ জন ভিকটিমের কোলে বসে পড়ে। কিছুক্ষণ পর আরও ১ জন সিএনজিতে ওঠলে সবাই মিলে ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা ও শ্লীলতাহানি করে তার চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেয়। এসময় তারা ছাত্রীর ব্যাগ থেকে টাকা, একটি এটিএম কার্ড ও একটি মোবাইল নিয়ে যায়। মোবাইলের পাসওয়ার্ড ও বিকাশের পাসওয়ার্ড দিতে বাধ্য করে ছাত্রীকে।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,অভিযুক্তরা ওই ছাত্রীকে সিএনজি করে কলেজ গেইট থেকে একলাশপুর বাজার পর্যন্ত প্রায় আধা ঘন্টা ইউটার্ন নিয়ে একাধিবার ঘুরাতে থাকে এবং অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নির্জন স্থান খুঁজতে থাকে। একপর্যায়ে তারা তাকে একলাশপুর বাজারের উত্তর পার্শ্বে সিএনজি থেকে নামিয়ে নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম শোর চিৎকার দেয়। পরে লোকজন এগিয়ে আসতে দেখে ছাত্রীকে রেখে আসামিরা পালিয়ে যায়।এ ঘটনার পরদিন গতকাল বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় দুই আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ওই কলেজ ছাত্রীকে হেনেস্তা ও তার জিনিসপত্র ছিইনতাইয়ের ঘটনায় পর ওইদিন বুধবার রাত রাত ১০টা থেকে রাত সোয়া ১টা পর্যন্ত বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজেশিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার ও আইনী সকল সুবিধা প্রদানে প্রশাসনের আশে^াসে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১