সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃনোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৫তম ব্যাচের এক ছাত্রীকে হেনেস্তা করার প্রতিবাদে বুধবার রাত ১০টা থেকে সোয়া ১টা পর্যন্ত সড়ক অবরোধ করেছে তার সহপাঠি ও শিক্ষার্থীরা। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার চৌমুহনী-মাইজদী আঞ্চলিক সড়কের একলাশপুর ইউনিয়নের দরবেশপুর এলাকায় হেনস্তাসহ ওই ছাত্রীর কাছ থেকে মোবাইল ফোন,টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনতাই করে ওই ছাত্রীকে সিএনজি অটোরিকশা থেকে রাস্তার পাশে একটি বাড়ির সামনে ফেলে দেওয়া হয়।
রাতে এঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার এবং বিচার দাবীতে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড়ে শিক্ষার্থীদের এ সড়ক অবরোধের কারনে মাইজদী-চৌমুহনী-সোনাইমুড়ী-ঢাকা.চৌমুহনী ফেনী-নোয়াখালী- লক্ষীপুর-ঢাকা গামী যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যাত্রী সাধারণ ভোগান্তির পড়েন। এপর্যায়ে পুলিশ প্রশাসন ,উপজেলা প্রশাসন সেনাবাহিনী ও র্যবসহ আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ ও দোষী গ্রেফতার এবং আইনী সুবিধার আশ^াসে রাত সোয়া একটার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়।
জানা যায়, বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ইফতার মাহফিল অনুষ্ঠান ছিল। ইফতার শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কলেজের একছাত্রী ক্যাম্পাসের সামনের সড়কে থেকে অটোরিকশাযোগে সদর উপজেলার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অটোরিকশাটি বেগমগঞ্জ – মাইজদী সড়কের দরবেশপুর এলাকায় পৌঁছালে অটোরিকশার পেছনের সিটে বসা দুই ব্যক্তি তার হাত মুখ চেপে ধরে হেনস্তা করে। একপর্যায়ে তারা ওই ছাত্রীর মোবাইল, গলার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয় । এ সময় সে চিৎকার শুরু করলে সড়কের একলাশপুর বাজারের পাশে একটি বাড়ির সামনে অটোরিকশা থেকে ছাত্রীকে ফেলে দিয়ে চালক ও দুই ছিনতাকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং তার সহপাঠীদের বিষয়টি জানায়।এ খবর ছড়িয়ে পড়লে কলেজে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার দাবিতে সড়ক অবরোধ।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের সহপাঠী ছাত্রীরা কোথাও নিরাপদ নয়। তাকে হেনস্তা করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের পর সিএনজি অটোরিকশা থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। আমরা এর বিচার চাই। পুলিশ প্রশাসন এর বিহিত ব্যবস্থা না করতে পারলে আমরা কঠোর কর্মসূচি দেব।
বিষয়টি নিশ্চত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ার বলেন, আমারা শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বৈঠক করেছি। দোষীদের দ্রুত গ্রেফতারসহ সব ধরনের আইনী সুবিধা দেয়ার হবে এ তাদেরকে আশ^াসের পর তারা সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পেয়েছি যে অটোরিকশায় ঘটনাটি ঘটেছে, সেটির নম্বর প্লেট ছিল না। যে জন্য অপরাধীদের শনাক্তে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আশা করছি, দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো।
বেগমগঞ্জে কলেজ ছাত্রীকে হেনেস্তা করার প্রতিবাদে শিক্ষার্থীদের ৩ঘন্টা সড়ক অবরোধ
- সুবর্ণ প্রভাত
- মার্চ ১৩, ২০২৫
- ১০:০৫ পূর্বাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
