বেগমগঞ্জে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার শরিফ পুর ইউনিয়নের এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ ও অশ্লীল ছবি সংরক্ষণ করে চাঁদা দাবি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে জেলা শহর মাইজদী পৌর পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান আসিফ (২৪) উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের আমির হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, ভুক্তভোগী গৃহবধু (১৮) লিখিত অভিযোগে জানান, জনৈক ব্যক্তি তার সরলতার সুযোগ নিয়ে মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারণ করে এবং আপত্তিকর ছবি সংরক্ষণ করে চাঁদা দাবি করেন। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ডিবি পুলিশ মাইজদী পৌর পার্ক এলাকা অবস্থান করে। আসামি মেহেদী হাসান আসিফ চাঁদার টাকা নিতে আসলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশী করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও পেনড্রাইভে সংরক্ষিত অবস্থায় ভুত্তভোগী গৃহবধূর আপত্তিকর ভিডিও ও অশ্লীল ছবি পাওয়া যায়। তার মোবাইল ও ১ পেনড্রাইভ জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আসামির বিরুদ্ধে সুধারাম থানায় মামলা দায়ের করা হয়। আজ বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০