নিজস্ব প্রতিনিধি
১১ তম জাতীয় সংসদ নির্বাচনের দিন ২০১৮ সালের ৩১ ডিসেন্বর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিহত আনসার সদস্য নুরনবী হেন্জু হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মোঃ সুমন (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-১১ র্যাব- সিপিসি-৩, ল²ীপুর। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে তাকে ওই উপজেলার বাংলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এ হত্যা মামলা ছাড়াও আরো সন্ত্রাসী ঘটনায় আরে ৪ টি মামলা রয়েছে। সে তুলাচরা গ্রামের মোবারক উল্যাহ ছেলে।
র্যাব-১১ র্যাব- সিপিসি-৩, লক্ষীপুর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হাসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানো হয়, ভোট দখলের করতে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমন করে। ভোট কেন্দ্রে নিয়োজিত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রতিহত করতে চেষ্টাকালে আসামীগন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে এলোপাথারী গুলি বর্ষন করে। এসময় গুলিবিদ্ধ হয়ে একজন আনসার সদস্য (গ্রাম পুলিশ) নুর নবী নিহত হন । এ ঘটনায় স্থানীয় হারুন অর রশিদ পিতা-মৃত বজলে রহমান বাদী হয়ে ৮ জনকে আসামী করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী ঘটনার পর থেকে ২ বছর ৬ মাস যাবৎ পলাতক ছিলেন। গ্রেফতারের পর সুমনকে বেগমগঞ্জ থানায় সোর্পদ করা হয়।