বেগমগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা , গ্রেফতার-১

নিজস্ব প্রতিনিধিঃ
পুর্ব শক্রতা ও এলাকায় প্রভাব বিস্তারের জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য নিহত হাসিবুল বাশার হত্যা মামলার আসামি আবদুল লতিফ মিন্টুকে(৪৮) কুপিয়ে হত্যা করেছে একই দলের সন্ত্রাসীরা। সোমবার রাতে গুরুতর আহত মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদ কাশেমপুর গ্রামের খান বাড়ির সামনে মিন্টুকে কুপিয়ে জখম করে ফেলে যায়। নিহত মিন্টু একই এলাকার মহিবুল্লাপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
এ ঘটনার প্রধান হোতা মো. রাসেল ওরফে শিশু রাসেলকে (২৪)গ্রেফতার করেছে পুলিশ। সে পাশবর্তী চাঁদ কাশেমপুর গ্রামের মো. দেলোয়ারের ছেলে।
নিহত মিন্টুর স্ত্রী রেহানা আক্তার জানান, তার স্বামী মিন্টু ঘটনার দিন দুপুর ১টার দিকে পাশ্ববর্তী বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন । কিছুক্ষণ পর খবর আসে শিশু রাসেল ও নেতৃত্বে তার ভাইরাসহ কয়েকজন সন্ত্রাসী মিন্টুকে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদরের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিন্টুর উপর হামলা ঘটনায় ওইদিন বিকালে শিশু রাসেলকে গ্রেফতার করা হয়েছে। সে নিহত ছাত্রলীগ নেতা হাসিবুল বাশারের সহপাঠী। পুর্ব শক্রতা ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মিন্টু হত্যার ঘটনা ঘটে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ২০২২ সালের ৭ জুলাই বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য ওই ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে হাসিবুল বাশার হাসিবকে (২৫) স্থানীয় বাজারে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে একই দলের কয়েকজন অস্ত্রধারী। এ ঘটনায় হাসিবের চাচা হয়ে ১১ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয় নিহত মিন্টুর ছোট ভাই মো. হাসানকে, মিন্টুর ছেলে জয়কে ৩ নম্বর আসামি এবং মিন্টুকে মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি করা হয় । এ মামলায় গ্রেফতারে হয়ে তিন মাস আগে জামিনে বের হন মিন্টু।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১