নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আমির হামজা (৪০) নামের এক মাদরাসার অধ্যক্ষ গুরুতর আহত হয়েছে। তবে পুলিশের দাবি, মোটরসাইকেল ছিনতাই করতে এই গুলির ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের মিরওয়ারিশপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত আমির হামজা সোনাইমুড়ীর মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার হোসেনপুর গ্রামের আশিক আলী তালুকদারের ছেলে।
গুরুতর আহত অবস্থায় সাথানীয়রা আমির হামজাকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সাড়ে ১০টার দিকে আমির হামজা মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় হেলমেট পরা ছিনতাইকারীরা তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। এ অবস্থায় তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. ছৈয়দ মো, আবদুল আজিম
জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় আহত মাদ্রাসার অধ্যক্ষ আমির হামজাকে গতকাল রাতে হাসপাতালে আনা হয়। তার বুকে, পিঠে ও হাতে গুলিতে জখম ছিল। গুরুতর আহত আমির হামজাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করতে চেষ্টা করে। ব্যর্থ হয়ে গুলি চালালে ওই মাদরাসা শিক্ষক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় গআজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।