নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ সন্ত্রাসী মো. আরমান (২৪) ও তার এক সহযোগী রুবেল হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ মাদক ব্যবসায়ী আরমান কাছ থেকে ১০ টি বিভিন্ন সাইজের ছুরি, ৯ বোতল ফেনসিডিল, ১৫ বোতল বিদেশি মদ, তিন কেজি গাঁজা ও মাদক বিক্রির ২৯ হাজার ৭১০ টাকা উদ্ধার করে। গ্রেফকারকৃত আরমান পৌর হাজীপুরের মৃত জসিম উদ্দিনের ছেলে এবং রুবেল হোসেন ওরপে জামাই রুবেল সেনবাগ উপজেলার বীরনারায়ণপুর গ্রামের মৃত পেয়ার আহম্মদের ছেলে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. কামারুজ্জামান সিকদার। তিনি জানান, মঙ্গলবার রাতে মো. আরমানের চৌমুহনী পৌর শহরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ দেশী অস্ত্র , মাদক ও টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আরমানের বিরুদ্ধে ৮টি ও জামাই রুবেলের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। গতকাল তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে আরও দুটি মামলা দায়েরের পর বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।