নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের (ট্রাক)সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি স্বজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় এটিএন বাংলার গাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাবুয়া বাজারে পূর্বঘোষিত পথসভার আয়োজন করে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদুর রহমান দিপু। এসময় নৌকার সমর্থক সাকিব নামের এক ছেলেকে মারধর করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। ঘটনার পর দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওই ঘটনার জের ধরে সন্ধ্যা ৭টার দিকে গাবুয়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরনের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বাধে। এসময় এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি স্বজনসহ অন্তত ১০ জন আহত হয়। হামলাকারীরা এটিএন বাংলার গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এসময় গাড়িতে ছিলেন এটিএন বাংলার ঢাকার রিপোর্টার নাজিবুর রহমান ও এটিএন নিউজের নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। তারা কোর মতে রক্ষা পান।
এ ঘটনা নিশ্চিত করে এটিএন নিউজের নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) রাজীব হাসান ও বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল আছেন । এর আগে হামলাকারী ঘটনাস্থল থেকে চলে যায়। এঘটনায় এটিএন বাংলার ঢাকার রিপোর্টার নাজিবুর রহমান বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জানান, হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না । হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেগমগঞ্জে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০, এটিএন বাংলার গাড়ি ভাঙচুর
- সুবর্ণ প্রভাত
- ডিসেম্বর ২৯, ২০২৩
- ১০:১০ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত

3 thoughts on “বেগমগঞ্জে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০, এটিএন বাংলার গাড়ি ভাঙচুর”
Hi there, I log on to your new stuff regularly. Your story-telling style is awesome, keep
up the good work!
I’m extremely inspired with your writing abilities as smartly as with
the structure to your weblog. Is this a paid theme or
did you customize it your self? Either way stay up
the excellent quality writing, it’s uncommon to see a nice weblog like this
one nowadays..
I’m not that much of a internet reader to be honest
but your sites really nice, keep it up! I’ll go ahead and bookmark your website to come back down the road.
Many thanks