নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম মহব্বতপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে শিশু আরাফাতের (২) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে মহব্বতপুর মানিক মিয়ার বাড়ির আরাফাত পরিবারের অজান্তে ঘর থেকে বের হয় । পরে স্বজনরা তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে পানিতে ভাসতে দেখে। এ অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ ফাহিম হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।