নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক ভূমিদস্যু কর্তৃক প্রবাসীর বাড়িতে নির্মাণ কাজে বাধা, অবৈধ জবর দখল ও হামলার অভিযোগ ও প্রতিবাদ জানিয়ে ওই পরিবারের অসহায় নারীরা সংবাদ সম্মেলন করেছেন।
আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের রামপুর গ্রামের নিজ বাড়িতে প্রবাসী ফরহাদ ও ফারুকের ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এসময় ওই প্রবাসীদের মা সুজিয়া খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামী নেই, দুই ছেলে সৌদি প্রবাসী। ছেলেদের বউ ও বাচ্চাদের নিয়ে বাড়িতে থাকি। এর মধ্যে আমার ছোট ছেলে ফরহাদ দেশে থাকাকালীন সময়ে একই এলাকার প্রতিবেশী নুরুল ইসলামের বোন নুর নাহার বেগম থেকে তাদের ওয়ারিশী সম্পত্তির আমাদের বাড়ির সাথে লাগোয়া ৮ শতাংশ জমি ক্রয় করে। কিন্তু নুরুল ইসলাম অবৈধভাবে ওই জমি দখল করে নিজেদের নামে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। এলাকাতে সে প্রভাব বিস্তার করে অবৈধভাবে অনেকের জায়গা জমি দখল করে রাখে। আমরা আমাদের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে নুরুল ইসলাম বাধ্য দেয়। এসবের প্রতিকার চাইতে গেলে উল্টো আমাদের অসহায় নারীদের উপর হামলা করতে আসে, অশ্লীল অঙ্গভঙ্গিতে গালমন্দ করে। থানায় গিয়ে উল্টো আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। যেকোনো মূহুর্তে আমাদের বাড়িতে বড় ধরনের হামলা ভাংচুর করবে বলে হুমকি দিয়ে আসছে।
সুজিয়া খাতুন আরও বলেন, আমাদের বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় নারী ও শিশুদের নিয়ে আতংকের মধ্যে নিরাপত্তাহীনতা আছি। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠ বিচার দাবি করছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, এ নিয়ে পরে কথা বলবো। এখন আমার সময় নেই।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জমি সংক্রান্ত বিরোধের জেরে নোয়াখালী সদর উপজেলায় কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরাপুর গ্রামে প্রবাসী সুমনের বাড়িতে প্রতিপক্ষের লোকজন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রকাশ্য দিবালোকে আধাঘন্টা ধরে হামলা ভাংচুর ও লুটপাট করে। প্রবাসী সুমনও হামলার হুমকি পেয়ে পুলিশ প্রশাসনের কাছে সহায়তা চেয়ে কোনো প্রতিকার পায়নি।
বেগমগঞ্জে প্রবাসীর বাড়িতে নির্মাণ কাজে বাধা, অসহায় নারীদের সংবাদ সম্মেলন
- সুবর্ণ প্রভাত
- মার্চ ৪, ২০২৫
- ৪:২৬ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
