নিজস্ব প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রফিকপুর গ্রামের চকোইয়াদের বাড়ির
ব্যবসায়ী আবদুল কুদ্দুসকে (৫১) তার স্ত্রী সুরমা আক্তার (৩৮) পাশবর্তী লতিফপুর গ্রামের আফজাল সর্দার বাড়ির সামছুল হকের ছেলে আবুধাবি প্রবাসী প্রেমিক মো. ইসমাইল (৩১) এর সহায়তায় বৈদ্যুতিক শক দিয়ে খুন করেছেন। বুধবার পুলিশ পায়ে বৈদ্যুতিক প্যাঁচানো অবস্থায় ত কুদ্দুসের লাশ উদ্ধার করে । নিহত কুদ্দুস ঢাকার কেরানীগঞ্জে পোশাক কারখানায় তৈরি করা জামায় ব্লক তৈরির কাজ করতেন। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি স্ত্রীসহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত সুরমা আক্তার ও ইসমাইলকে আজ বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায়স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রধান করেন।
আজ বিকেলে বেবগমগঞ্জ মডেল থানায় পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন ,বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আনোয়ারুল ইসলামসহ থানায় কর্মরত কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত কুদ্দুসের বসতঘরে টাইলস করার সময় তার স্ত্রী সুরমা আক্তার টাইলস মিস্ত্রি ইসমাইলের সঙ্গে পরকীয়া সম্পকর্েু জড়িয়ে পড়েন। পরে ইসমাইল বিদেশ চলে যায়। ওমান চলে যাওয়ার পরও তাদের মধ্যে সব সময় যোগাযোগ থাকে। গত ৬ সেপ্টেম্বর পরিবারের কাউকে কিছু না জানিয়ে ইসমাইল গোপনে দেশে এসে পাশ্ববর্তী মোহাম্মদুপর গ্রামে তার এক দূরসম্পর্কের খালার বাসায় আত্মগোপনে থাকেন। সেখান থেকে প্রেমিকা সুরমার সঙ্গে যোগাযোগ রাখে।
গত মঙ্গলবার রাতে কুদ্দুস ঘরের বাহিরে ছিলেন। এ সুযোগে কুদ্দসের ঘরে ঢুকে ইসমাইল লুকিয়ে থাকে। পরে সুরমা রাত ১১টার দিকে ইসমাইলকে ঢেকে ছাদে নিয়ে যায়। ছাদ থেকে নিচে নামার সময় ইসমাইল বৈদ্যুতিক সকেটে লাইন দিয়ে তার নিয়ে কুদ্দুসের শয়ন কক্ষে ঢুকে। এসময় সুরমা স্বামী কুদ্দুসের পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে এক মাথার সুইচের সাথে বৈদ্যুতিক কানেকশন দিলে তার মৃত্যু হয়। ডাকাতরা তার স্বামীকে মেরে ফেলেছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুরমা শৌরচিৎকার শুরু করে । খবর পেয়ে পুলিশ বুধবার ভোর রাতের কুদ্দুসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সাথে সুরমাকেও থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে তার স্বামীকে প্রেমিক ইসমাইলসহ হত্যা করে। । পরে প্রেমিক ইসমাইলকে গ্রেফতার করা হয়।
বেগমগঞ্জে প্রেমিকের সহায়তায় স্বামীকে বৈদ্যুতিক শক দিয়ে খুন করেছেন স্ত্রী
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ১৪, ২০২৩
- ১০:০৯ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সোনাইমুড়ী উপজেলা যুবদলের সভাপতি গ্রেফতার
•
নভেম্বর ২৯, ২০২৩
আয়কর বিবরণী জমার সময় বাড়লো দুই মাস
•
নভেম্বর ২৯, ২০২৩
ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র দাখিল
•
নভেম্বর ২৯, ২০২৩
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
